হেঁশেলে আগুন! ফের একবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?

ফের মধ্যবিত্তের মাথায় হাত। ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। গত দুই সপ্তাহের মধ্যে আরও একবার দাম বাড়লো গ্যাসের। আরও ২৫ টাকা বাড়লো গ্যাসের দাম। বুধবার মধ্যরাতে রাষ্ট্রায়ত্ত সংস্থা গুলির এই ঘোষণার ফলে কলকাতা শহরে গ্যাসের দাম বেড়ে দাঁড়াল ৮২০ টাকা ৫০ পয়সা।
আর ১৯ কেজি গ্যাসের দাম ৫ টাকা কমে হয়েছে ১৫৮৪ টাকা। এক মাসের মধ্যে তিনবার বাড়ল রান্নার গ্যাসের দাম। বাজেট পেশ হবার ৭২ ঘন্টার মধ্যে ২৫ টাকা বেড়েছিল গ্যাসের দাম। তারপর আবার ১৩ ফেব্রুয়ারি আরো ৫০ টাকা বাড়ে। ফের আবার ১২ দিনের মাথায় ২৫ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। এক মাসের মধ্যে ১০০ টাকা বৃদ্ধি পেল রান্নার গ্যাস।
একদিকে যেমন হু হু করে বাড়ছে তেলের দাম, অন্যদিকে গ্যাসের দাম পাল্লা দিয়ে বাড়ছে, অশনিসংকেত দেখছে মধ্যবিত্তরা। যদিও ফেব্রুয়ারিতে গ্যাসের দাম বাড়বে না বলে ঘোষণা করার পর তিন বার বেড়েছে গ্যাসের দাম। এবার প্রশ্ন উঠছে কেন্দ্র কি তাহলে ভর্তুকি তোলার পথেই হাঁটছে?