বাড়ির এই কোনায় লাগান মানিপ্লান্ট, দূর হবে যেকোন অর্থনৈতিক সংকট

অনেকেই আজকাল বাড়ি সাজানোর জন্য ইনডোর প্ল্যান্টসের ব্যবহার করে থাকে। বাড়ির বাইরে গাছ লাগানোর পাশাপাশি বাড়ির অন্দরমহলেও শোভা বাড়িয়ে তোলে বিভিন্ন গাছ। বাহারি ফুলের পাশাপাশি নানান ধরনের গাছ অক্সিজেন বাড়ায় ঘরের ভিতরেও। সেই তালিকায় রয়েছে মানিপ্লান্ট। এই জাতীয় গাছ মাটি ছাড়াও দীর্ঘদিন শুধুমাত্র জলেই বেঁচে থাকতে পারে। তবে এইসবের পাশাপাশি বাস্তুশাস্ত্র মানিপ্লান্ট গাছের জন্য অত্যন্ত জরুরী। নির্দিষ্ট দিক মেনে যদি এই গাজ লাগানো যায়, তাহলে অনেকাংশে লাভ পাওয়া যাবে সংসার জীবনে।
১) বাস্তুশাস্ত্র মতে যদি অফিসের ডেস্কের উপরে মানিপ্লান্ট গাছ লাগানো হয়, তাহলে ব্যবসা-বাণিজ্যের উন্নতি হবে। ওই মানিপ্লান্ট গাছটি একটি লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে কাজের ক্ষেত্রে অর্থনৈতিক সংকট ও দূর হবে।
২) মানিপ্লান্টকে কখনোই বাড়ির বাইরে রাখানো যাবে না। এই গাজ বাড়ির ভেতরে থাকলেই ইতিবাচক শুভ শক্তি বয়ে আনবে। যদি নীল কাচের বোতলে মানিপ্লান্ট গাছ লাগানো যায়, তাহলে তা অত্যন্ত শুভ এবং এতে অর্থনৈতিক সংকট দূর হয়ে যায়। এছাড়া কখনোই মানিপ্লান্ট গাছের পাতা হলুদ হতে দেওয়া যাবে না। যদি দেখা যায় কোন অংশ হলুদ হয়ে গেছে, তাহলে তা কেটে ফেলে দিতে হবে।
৩) মানিপ্লান্ট গাছটি যে পাত্রে রাখা আছে, সেখানে কয়েক ফোঁটা দুধ দিলে অর্থনৈতিক সংকট কেটে যেতে পারে কারণ এতে মা লক্ষ্মীর কৃপা হয়। এই গাছকে সব সময় উপর দিকে বেঁধে রাখতে হবে, যাতে দেখলে মনে হয় তা উপরের দিকে উঠছে। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি পাবে। সর্বদাই মানিপ্লান্ট গাছ দক্ষিণ-পূর্ব দিকেই রাখতে হবে।
Disclaimer: প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী লেখা। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।