×
লাইফস্টাইল

কাঁঠাল পাতা দিয়েই তৈরি করুন কাঁঠাল গাছ, ফলন হবে দুর্দান্ত, জেনে নিন সহজ কয়েকটি পদ্ধতি

Advertisements
Advertisements

ফলেদের মধ্যে কাঁঠাল যেন নিজের এক ছত্র জায়গা অধিকার করে আছে। একটি বিশেষ সময়কাল ছাড়া খুব একটা বেশি কাঁঠাল পাওয়া যায় না। কাঁঠালের পুষ্টিগুণ বহু, এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্ট ক্যান্সার, আলসার ইত্যাদি রোগ প্রতিরোধে সাহায্য করে।

বাজারে পাওয়া কাঁঠালের থেকে অনেকেই গাছ পাকা কাঁঠাল খেতে অধিক পছন্দ করে। তবে অনেক সময় বাড়িতে কাঁঠাল গাছ গড়ে তোলা বেশ সমস্যা হয়ে দাঁড়ায়, তবে বাড়িতে কাঁঠাল গাছ থাকলে কার্বাইড ছাড়াই গাছ পাকা কাঁঠাল খাওয়ার স্বাদ নিতে পারে সাধারণ মানুষেরা। সেক্ষেত্রে কাঁঠালের বীজ ছাড়া, শুধুমাত্র কাঁঠাল গাছের পাতা দিয়ে কাঁঠাল গাছ বড় করা সম্ভব, দেখে নিন সহজ কয়েকটি পদ্ধতি।

১) প্রথমে কয়েকটি কাঁঠাল পাতা নিয়ে সেগুলিকে ভালো করে ধুয়ে নিন এবং একটি ছোট মাপের টবে বালি ভর্তি করে রাখুন জল দিয়ে।

২) এরপর ওই পাতার বৃন্তগুলি বালির মধ্যে পুঁতে দিন, খেয়াল রাখতে হবে বালিতে যাতে পরিমাণ মতো জল থাকে।

৩)একইভাবে প্রায় 40 দিন পর্যন্ত ওই বালিতে এবং পাতার উপরে জল দিয়ে যেতে হবে। তাহলেই দেখা যাবে ৪০ দিন পরে ওই পাতাগুলি থেকে শিকড় বেরিয়ে এসেছে।

৪)টবটি সম্পূর্ণ ছায়ায় রাখতে হবে, সূর্যের আলো লাগালে চলবে না।

৫) শিকড় বেরিয়ে গেলে ওই পাতাগুলি পরিষ্কার কোন মাটিতে পুঁতে দিতে হবে।

৬) এরপরে ওই শিকড় থেকে গজিয়ে ওঠা গাছের পরিচর্যা করলেই, আপনি পেয়ে যাবেন গাছ পাকা কাঁঠাল।

Advertisements