×
লাইফস্টাইল

কয়েক টুকরো লবঙ্গই বদলে দেবে ভাগ্য, কেটে যাবে অভাব-অনটন

Advertisements
Advertisements

গরমমসলার এক অন্যতম উপাদান লবঙ্গ। যে কোন রান্নার স্বাদ বৃদ্ধি করতে, এই লবঙ্গর জুড়ে মেলা ভার। তবে লবঙ্গ যে শুধু রান্নার কাজে ব্যবহার হয় সেরকম নয়, শরীরের বিভিন্ন রোগব্যাধি সারাতেও লবঙ্গ কাজে আসে। লবঙ্গতে আছে প্রোটিন এবং ক্যালসিয়াম; যা দাঁত ও মাড়িকে আরো শক্তিশালী করে তোলে। এছাড়া লবঙ্গ তে উপস্থিত পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন সি; সর্দি, কাশি, গলা ব্যথা জাতীয় রোগের উপশম। এছাড়া হজম ও ডায়াবেটিস রোগীদের জন্যও লবঙ্গ ভীষণ উপকারী।

Advertisements

তবে জ্যোতিষ শাস্ত্র বলছে রান্না এবং স্বাস্থ্যের পাশাপাশি, বাড়ির অর্থনৈতিক অনটন কাটাতেও লবঙ্গর অবদান রয়েছে। জীবনের নানান সমস্যা এবং জটিলতা থেকে মুক্তি পেতে কয়েক টুকরো লবঙ্গই যথেষ্ট। তাহলে দেখে নিন কি কি পদ্ধতিতে লবঙ্গ ব্যবহার করলে, জীবনের বিভিন্ন সমস্যা কাটিয়ে তোলা সম্ভব।

১) জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোন বড় পরীক্ষা দিতে গেলে বা কোন ইন্টারভিউতে গেলে, যদি সাথে করে এক টুকরো লবঙ্গ নিয়ে যাওয়া; যায় তাহলে তাতে সফলতা পাওয়া যায়।
২) কারোর কোন টাকা যদি অনেক দিন আটকে থাকে, তাহলে অমাবস্য বা পূর্ণিমার রাতে ১১ টি বা ২১ টি লবঙ্গ কর্পূরের সাথে জ্বালিয়ে লক্ষী দেবীর পায়ের কাছে রাখলে; ফল পাওয়া যেতে পারে।

৩) এছাড়া লক্ষ্মীপূজার সময় একটি লাল কাপড়ে করে পাঁচটি লবঙ্গ ঘরে রেখে দিলে, সুখ-সমৃদ্ধি আসবে।
৪) মঙ্গলবার বজরংবলী মুর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে তাতে যদি দুটি লবঙ্গ ফেলে দেওয়া হয়, তাহলে মনের আশা পূর্ণ হবে তবে। এই পদ্ধতি ২১ দিন মেনে চলতে হবে।

Diclaimer: প্রতিবেদনটি জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ অনুযায়ী লেখা। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Advertisements