×
লাইফস্টাইল

দুর্ভাগ্য কিছুতেই ছাড়ছে না পিছু? কালো সরষে দিয়ে করুন এই ছোট টোটকা

Advertisements
Advertisements

বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু জিনিস মেনে চললে সংসারে উন্নতি আসে। অনেক ক্ষেত্রেই দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ে না। সে ক্ষেত্রে বাস্তুবিদদের মত অনুযায়ী, কাজে আসবে কালো সর্ষে! এমনকি অর্থনৈতিক সংকটও দূরে সরে যাবে। তাহলে কিভাবে কাজে লাগাবেন এই কালো সর্ষের টোটকা। দেখে নিন

Advertisements

১) বিছানার তলায় এক মুঠো কালো সর্ষে রেখে দিলে আপনার অর্থনৈতিক সমস্যা একেবারেই দূরে সরে যাবে।

২) অনেক সময় রাতে ঘুমের সমস্যা থাকে। সেক্ষেত্রে একটি সাদা কাপড়ে এক মুঠো কালো সর্ষে মুড়ে, বালিশের তলায় রেখে দিলে আপনি মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন।

৩) নজরের মত দোষ এড়াতেও ব্যবহার করা হয় কালো সর্ষে। সে ক্ষেত্রে একটি সাদা কাপড়ে কালো সরষে নিয়ে, যার উপর নজর কাটাতে চাইছেন তার দিকে সাতবার ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যেই নজর কেটে যাবে।

৪) যদি কোন মানুষ অনেকদিন ধরে অসুস্থ থাকে, তাহলে সাদা কাপড়ে কালো সর্ষে নিয়ে তার বালিশের তলায় রেখে দিলে রোগ মুক্ত হবে অতি সহজেই।

৫) অনেকেই দীর্ঘদিন ধরে কাজ করেও সাফল্য আনতে পারে না থেকে যায় অর্থাভাব। সেক্ষেত্রে পয়সার ব্যাগে কালো সর্ষে কাপড়ে মুড়িয়ে রেখে দিলে, অর্থনৈতিক সংকট দূর হতে পারে।

Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী লেখা। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।

Advertisements