পুজো পর্যন্ত ঘোর অমঙ্গল এই চার রাশির! দেখে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়

আগামী 16 ই অক্টোবর পর্যন্ত মঙ্গলগ্রহ (mangal graha) মেষ রাশি ত্যাগ করে, অবস্থান করবে বৃষ রাশিতে। মঙ্গল গ্রহের পরিবর্তনে কয়েকটি রাশির ওপর বেশ জোড়ালো প্রভাব পড়ে, এর মধ্যে কিছু রাশির জন্য বয়ে আসে ‘সুখবর’! আর কিছু রাশির জাতক-জাতিকাদের পড়তে হয় ‘কঠিন’ সময়ের মধ্যে।
যে সকল রাশির জন্য দুঃসময় বয়ে নিয়ে আসে মঙ্গলের যাত্রা; তাদের আর্থিক অভাবও দেখা দিতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গল হলো সেনাপতি! যা এক একটি রাশিতে ৪৫ দিন পর্যন্ত অবস্থান করে। দেখে নিন, মঙ্গলের এই যাত্রায় কোন কোন রাশির জাতক-জাতিকারা সমস্যার সম্মুখীন হবেন। ১) মিথুন রাশি- এই রাশির আসলে জাতক জাতিকাদের উপর মারাত্মক প্রভাব পড়বে মঙ্গলের যাত্রার। দাম্পত্য সম্পর্কে অশান্তি সহ; স্বাস্থ্যের উপরও প্রভাব পড়তে পারে। আর্থিক সমস্যাও দেখা দেবে।
২)তুলা রাশি- যাদের রাশি তুলা, তাদের জন্য এই সময়টি সত্যিই খুব কঠিন। এমন অনেক কিছু ঘটতে পারে যা আপনার ভাবনার অতীত। কথা বলার সময় এই ক’দিন অত্যন্ত সংযত হতে হবে তা না হলে, সমস্যায় পড়তে হবে বারবার। মানসিক অবসাদ দেখা দিতে পারে এই সময়।
৩)মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকাদের আগামী তিন মাস একটু খরচ নিয়ন্ত্রণ করে চলতে হবে; কারণ তারা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। এছাড়া পারিবারিক সম্পর্ক খারাপও হতে পারে।
৪) মেষ রাশি- মেষ রাশি যাদের, তাদের এই তিন মাস আর্থিক সমস্যা হবে এবং অর্থহানিরও সম্ভাবনা আছে। বৈবাহিক জীবনেও আসবে সমস্যা। এছাড়া যে কোন কিছুতেই আশানুরূপ ফল পাবেন না তারা।