×
রাশিফল

জুলাইতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাবে এই রাশির জাতকেরা, ফিরবে সৌভাগ্য

Advertisements
Advertisements

জ্যোতিষমতে একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে প্রতিটি গ্রহ। আর তার ফলাফল সমস্ত রাশির উপর পড়ে। ১২ টি রাশিতেই জুলাই মাসে গ্রহের গতিবিধি অনুযায়ী নানান প্রভাব পড়বে। তবে এদের মধ্যে রয়েছে কয়েকটি ‘লাকি’ রাশি।
জুলাই মাসে একাধিক রাশির গতিবিধি জ্যোতিষমতে প্রভাব ফেলতে চলেছে। এই সময় বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে। এই কর্মকাণ্ড ঘটছে ২ জুলাই। এরপর সূর্যদেব ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করছেন।

Advertisements

এখানেই শেষ নয়। জুলাই মাসে মঙ্গল ও শুক্রেরও রাশি পরিবর্তন রয়েছে। যার প্রভাবও বিভিন্ন রাশিতে পড়ছে। জেনে নেওয়া যাক গ্রহের গতিবিধির জেরে কোন কোন রাশির উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে।

 মিথুন :-জুলাই মাস জুড়ে সুখে শান্তিতে থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা। এই সময় ব্যবসায় উন্নতি হবে আপনাদের। এছাড়াও বহুভাবে লাভবান হতে চলেছেন আপনারা।

মিথুন রাশির উপর লক্ষ্মীর কৃপা- জুলাই মাসে চাকরিরতরা জুলাই মাসে নতুন চাকরির অফার পেতে পারেন। রোজগারের খোঁজ করছেন এমন কেউ থাকলে তাঁরা পেতে পারেন রোজগারের সন্ধান। আকস্মিক অর্থযোগ হতে পারে। অনেক বড় দায়িত্ব পেতে পারেন।।

সিংহ:- জুলাই মাসে সুখের সময় আপনাদের। দীর্ঘ সময় পর্যন্ত আটকে থাকা কোনও কাজ সম্পন্ন হতে পারে জুলাই মাসে। কর্মস্থল থেকে আসতে পারে সুসংবাদ।

সিংহ রাশির উপর লক্ষ্মীর কৃপা: জুলাই মাসে চাকরির জায়গায় বা কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হতে পারে। আপনাকে নতুন কোনও দায়িত্ব দিতে পারে আপনার কর্মস্থল। চাকরি ক্ষেত্রে নতুন অফার আসতে পারে। কাজের জায়গায় খুবই ভাল সময় কাটবে।

ধনু:-জুলাই মাসে আর্থিক উন্নতি হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের। এছাড়াও এই মাসে একাধিক লাভ হতে পারে। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত দিক।

ধনু রাশির উপর লক্ষ্মীর কৃপা- জুলাই মাসে আচমকা ধনপ্রাপ্তি হতে পারে। আয়ে বৃদ্ধি হতে পারে। বিনিয়োগের বিভিন্ন দরজা খুলে যাবে এই সময়। সম্পত্তি ঘিরে বিবাদ থাকলে তা আইনি পথে আপনার পক্ষে আসবে।

খারাপ কাটতে পারে কোন কোন রাশির সময়- এদিকে, মেষ রাশির জন্য জুলাই মাসটা খুব একটা ভাল কাটবে না। ঝগড়া লেগেই থাকবে। অসুস্থতা থাকবে। পারিবারিক বিবাদ লেগেই থাকবে। ধৈর্য ধরে করতে হবে কাজ।

Advertisements