×
রাশিফল

মিথুনে প্রবেশ করছে বুধ, আজ থেকে ভাগ্য পাল্টাবে এই ৪ রাশির, সাফল্য নিশ্চিত

Advertisements
Advertisements

আজ বুধের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। শনিবার বুধের গোচর হচ্ছে মিথুন রাশিতে। যে গ্রহকে বুদ্ধি, চাতুর্য, বন্ধুত্বের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বুধ শুভ হলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কারা লাভবান হবেন, তা দেখে নিন
১.মিথুনে : প্রবেশ বুধের, আজ থেকে ভাগ্য পালটে যাচ্ছে এই ৪ রাশির, যে কোনও কাজেই সাফল্য।

Advertisements

২.মেষ রাশি– আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। দায়িত্বও বাড়বে। বাবাকে পাশে পাবেন। অর্থ লাভ হবে। ব্যবসার বহর বাড়বে। আসবে মুনাফা। দাম্পত্য জীবন সুখকর হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে। নয়া কাজ শুরু করতে পারেন। যে নয়া কাজ করবেন, তা থেকে লাভবান হওয়ার পুরো সম্ভাবনা আছে।

৩.কর্কট রাশি- আর্থিক অবস্থার উন্নতি হবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। চাকরি এবং ব্যবসার জন্য সময় শুভ। যে জায়গায় কোনও কাজে হাত দেবেন, তাতে লাভবান হবেন। পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে। জীবনের সকল ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের সঙ্গে দেখা হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।

৪.বৃশ্চিক রাশি– বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই মাসটা দারুণ কাটবে। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব আরও বাড়বে। ধন লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা ভালো হবে বৃশ্চিক রাশির জাতকদের। বিবাহিত জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।

৫.মীন রাশি– মানসিক শান্তি থাকবে। মীন রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। কোনও বন্ধুর সহযোগিতায় আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। বিবাহিত জীবন সুখকর হবে। বাড়িতে কোনও ধর্মীয় কাজ হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন মীন রাশির জাতকরা।

Advertisements