Thursday, January 20, 2022

রেকর্ড দাম থেকে ৮১০০ টাকা কমলো সোনার দাম, স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য

শীত আসতে না আসতেই শুরু হয়ে যায় বিয়ের মরশুম। বাঙালির মনে স্বর্ণের চাহিদা যেমন পূজা-পার্বণে তেমনি বিয়েতেও। এ সময় স্বর্নের দাম বেশ চড়া থাকে, ফলে মধ্যবিত্তদের কপালে ভাঁজ পড়ে। অনেক সময় স্বর্ণের মূল্য এতটাই বৃদ্ধি পায় যে তা সাধারন মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।

একটানা বেশ কিছুদিন ধরে ভারতীয় বাজারে স্বর্ণের দামে বড় উত্থান লক্ষ্য করা গেলেও বর্তমানে তার গ্রাফ নিম্নমুখী হয়েছে। দুইদিন ধরে,ভারতীয় বাজারে রেকট দরের থেকে প্রায় 8,100 টাকা কমল স্বর্ণের দাম।

Gold Price

তথ্য পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে স্বর্ণের দাম এখনো অবধি কমই রয়েছে প্রায় 2000 টাকা। গত সপ্তাহেই এমসিএক্স সূচক অনুযায়ী 10 গ্রাম গোল্ডফিচারসের দাম 0.07 শতাংশ কমে 48,023 টাকা নতুন দাম হয়েছে। গতবছর আগস্ট এ সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে 10 গ্রাম সোনার দামের মূল্য 56,200 তে পৌঁছে গিয়েছিল। ধারাবাহিকভাবে কমছে স্বর্ণের দাম। আগষ্টে রেকর্ড গড়ে নিরিখে স্বর্ণের দাম কমে রয়েছে 8,100 টাকা। সেপ্টেম্বর মাসেই স্বর্ণের দাম কমার উপনেতা একটু বেশি ছিল। ভারতীয় বাজারে 27 শে ডিসেম্বর সোমবার স্বর্ণের মূল্য সর্বোচ্চ মূল্যের চেয়ে প্রায় 10,000 টাকা কমে ছিল। শুধুমাত্র স্বর্ণ নয় সম্প্রতি কমেছে রুপোর দামও। বিশেষজ্ঞদের মতানুযায়ী ভারতীয় বাজারে স্বর্ণ ক্রয় করার এটিই সুবর্ণ সুযোগ।

⚡ Trending News

আরও পড়ুন