বুধবার সকালে বাজার খোলার পর ভারতে অব্যাহত থাকে সোনার পতন। টানা চারদিন কমে যায় হলুদ ধাতুর দাম। একটা সময় ১০ গ্রাম সোনার দাম ৫১,৩৬০ টাকায় নেমে গিয়েছিল। কলকাতায় ১০ গ্রাম সোনার দাম ৫০ টাকা বেড়েছে।
টানা তিনদিন পর বুধবার ভারতীয় বাজারে বাড়ল সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম হলুদ ধাতুর দাম ০.৬ শতাংশ বা ৩০৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৬৮০ টাকা। তারইমধ্যে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতায় সামান্য বেড়েছে সোনার দাম। ১০ গ্রাম হলুদ ধাতুর দাম বেড়েছে ৫০ টাকা
সকালে ভারতীয় বাজারে কমেছিল রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ৬৬,০০০ টাকার কাছে চলে এসেছিল। পরে কিছুটা উত্থান হয় রুপোর। এক কিলোগ্রাম রুপোর দাম ০.২৭ শতাংশ বা ১৭৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৩৭৭ টাকা। তবে কলকাতায় বড়সড় পতন হয়েছে রুপোর। এক কিলোগ্রাম রুপোর বাটের দাম ৪৫০ টাকা কমেছে গিয়েছে।
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,১৫০ টাকা (৫২,১০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৫০০ টাকা (৪৯,৪৫০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,২৫০ টাকা (৫০,২০০ টাকা)।
• এক কিলোগ্রাম খুচরো রুপো – ৬৬,৩৫০ টাকা (৬৬,৮০০ টাকা)।