×
Featuredঅফবিট

৮ মাস বয়সে শুরু হয় ঋতুস্রাব, ৫ বছরে জন্ম দেয় সন্তানের, চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় বিশ্বের কনিষ্ঠতম মা লিনা

Advertisements
Advertisements

চিকিৎসা বিজ্ঞানকে অবাক করে দিয়ে মাত্র ৫ বছর বয়সে মা হয়েছিল, পেরুর টিক্রাপোর ‘লিনা মেদিনা’ (Lina Medina)। মা হতে গেলে যে কোন মহিলাকে একটি সঠিক বয়সে পৌঁছাতে হয়, তা সকলেই জানে। তবে বিস্ময় বালিকা ‘লিনা’ জন্মের পর মাত্র ৮ মাস বয়সেই হয়ে উঠেছিলেন পরিপূর্ণ নারী। ৮ মাস বয়স থেকেই তার ঋতুস্রাব হতো এবং হঠাৎ করে ৫ বছরের বয়সে মা হয় সে।

Advertisements

লিনার বাবা টিবুরেলো মেদিনা এবং মা ভিক্টোরিয়া লোসিয়ার ছিল আরো আট সন্তান, তবে সকলেই ছিল স্বাভাবিক। সঠিক বয়সের আগেই তারা লিনার স্তনের বৃদ্ধি লক্ষ্য করে এবং হঠাৎ করেই পাঁচ বছর বয়সের মাথায় পেট ফুলতে শুরু করে তার। তারা দেরি না করে লিনাকে নিয়ে গিয়েছিল হাসপাতালে, সেখানে অবশ্য বলা হয়েছিল তার টিউমার হয়েছে। বহু চিকিৎসার পরেও তার সেই ফোলা ভাব আর কমেনা কিছুতেই। এরপরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে ৫ বছর বয়সেই ৭ মাস ২১ দিনের অন্তঃসত্ত্বা হয় সে।

আসলে লিনা যখন অন্তসত্তা হয়েছিল, তখন তার বয়স ৫ বছরের পৌঁছায়নি। ১৯৩৯ সালে লানা জন্ম দিয়েছিল পুত্র সন্তানের। এমনকি পুত্রসন্তানটি ছিলো সম্পূর্ণ সুস্থ, ওজন ছিলো ২ কিলো ৭০০ গ্রাম। তার ছেলের নাম রাখা হয়েছিল গেরার্ডো।যে লিনার অস্ত্রপ্রচার করেছিল তার নামেই এই নামটি রাখা হয়েছিল। যদিও ৪০ বছর বয়সেই তার মৃত্যু ঘটেছিল। বড় হয়ে ১৯৭০ সালের বিয়েও করেছিলেন লি,না এর পরে জন্ম দিয়েছিলেন দুই সন্তানের। তবে গেরার্ডোর কথা নিয়ে খুব একটা আলোচনা হতো না। যদিও চিকিৎসা বিজ্ঞানে তখন রীতিমতো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল লিনা।

কিন্তু সে ৮ মাসে অন্তঃসত্ত্বা হলেও, তার প্রজনন করার ক্ষমতা থাকলেও, সকলেরই মনে প্রশ্ন আসে, ওই বয়সে কি করে সে মা হয়ে উঠেছিল! আসলে লিনা ধর্ষিতা হয়েছিল পরিবারের কারোর থেকে বা কোন প্রতিবেশী তাকে ধর্ষণ করেছিল। যদিও বর্তমানে এই কথা আর মনে রাখতে চান না, ৮৮ বছরের বৃদ্ধ লিনা।

Advertisements