একইরকম পোশাকে হিন্দি গানে তুমুল নাচ ‘আলো, শ্যামা, ফিরকি’-র, মুহূর্তেই ভাইরাল ভিডিও

বর্তমানে জি বাংলার সোনার সংসার পুরস্কার নিয়ে জি বাংলায় অভিনয়রত প্রায় সকল অভিনেতা-অভিনেত্রী ব্যস্ত। এই অনুষ্ঠানে জি বাংলায় অভিনয়রত অভিনেতা-অভিনেত্রীরা এই দিন তাদের নাচ গানে মেতে উঠেন। বলতে গেলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তারকাদের বিভিন্ন প্রতিভা দেখতে পাই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, একটি ভিডিও খুবই জনপ্রিয়তা পেয়েছে। যেখানে সোনার সংসার অনুষ্ঠানের উপলক্ষে ‘তুনে মারি এন্টি ওর দিল মে বাজি ঘন্টি” গানে তুমুল নাচ করলেন আলো-ছায়ার আলো, ফিরকি ও কৃষ্ণকলির শ্যামা। তাদের দেখা গেলো বিভিন্ন রঙিন পোশাকে ।
তাদের এই ভিডিও দেখে মনে হচ্ছে, তারা তিনজনে হয়তো ব্যাকস্টেজ এ তাদের এই নাচের ভিডিওটি বানিয়েছেন। লাল, হলুদ, নীল রঙের কাপড় পরে একটি অন্য স্টাইলে সেজেছেন তাঁরা। এই সোনার সংসার অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছেন তাঁরা এবং তাদের এই ভিডিওটি দেখে মনে হচ্ছে, তারা তিন জনে হয়তো একসাথে স্টেজ শেয়ার করবেন। কারণ তাদের সাজগুলি ও এক রকমের।
তবে তারা তাদের রিল ভিডিওটি জি বাংলার ইনস্টাগ্রাম পেইজে আপলোড করেন। যা দেখার পর দর্শকদের মনে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বলা বাহুল্য যে এই অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে, জি বাংলা কিছু বড়সড় সারপ্রাইজ আনতে চলেছে আর যা দেখার জন্য সকলেই প্রায় অধীর আগ্রহে অপেক্ষারত।
View this post on Instagram
তবে, কিছুদিন আগেই আমরা দিতিপ্রিয়া রায়কে দেখতে পাই একটু অন্যরকম লুকে। খবর সূত্রে জানা যায় তিনি জি বাংলার পরিচালিত সোনার সংসার পুরস্কার এই অনুষ্ঠানের উদ্দেশেই সেজে ছিলেন। তার লুকটি ছিল নব্বই এর দশকের মতো। যদিও তিনি কোন গানে নাচ করবেন তা জানা যায়নি। তবে তিনি ও কিছু সারপ্রাইজ আনতে চলেছেন দর্শকদের জন্য তা আমরা ভালোই বুঝতে পারছি।