×
বিনোদন

নিজের কোনো সন্তান নেই তবুও ১৬০ জন সন্তানের মা, বলিউডের এই সুন্দরী নায়িকার জীবন কাহিনী শুনলে চমকে যাবেন

Advertisements
Advertisements

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নানা মানুষের জীবন কাহিনী আমাদের নজর কাড়ে। অনেক সময় তারকাদের নানান কাণ্ডকারখানা আমাদের অবাক করে তোলে। অনেকেই অভিনয় জীবনে থাকার কিছুদিন পরেই সেখান থেকে বিরতি নেয়। এরকম বহুজনের নাম রয়েছে ৮০-৯০ এর দশকে। ঠিক সেরকমই ‘কুরবান’ ছবির সুন্দরী নায়িকা ‘আয়েশা জুলকা’ও অভিনয় থেকে সরে এসেছিলেন।

Advertisements

তবে বহুদিন পর আবারও তার নাম উঠে এল সংবাদের শিরোনামে। ১৯৯১ সালে ‘কুরবান’ ছবির মাধ্যমে সর্বপ্রথম বলিউডে পদার্পণ করেছিলেন তিনি। সেই ছবি থেকে ব্যাপক সাফল্য লাভ করেছিলেন, তবে অভিনয় জীবনে তার সময়কাল ছিল খুবই কম। আরও অনেক ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির মতন কোনটাতেই তিনি সাফল্য পাননি। তার পরিবারও পছন্দ করত না তার এই পেশা।

পরে ‘আঁচ’ ছবির মাধ্যমে বেশ কিছুটা সাফল্য অর্জন করেছিলেন তিনি। প্রায় ৫২ টি ছবিতে অভিনয় করেও সেইরকম নাম করতে পারেনি আয়েশা। বলিউডের সালমান খান থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, নানা পাটেকার এরকম একাধিক তারকার সাথে তার নাম জড়িয়ে ছিল ম। তবে তাদের কাউকেই বিয়ে করেননি তিনি। সেখানে ২০০৩ সালে ব্যবসায়ী সমীর ভাশিকে বিয়ে করে, বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিয়েছিলেন।

বর্তমানে আবারও বহু বছর পরে এক ব্যক্তিগত কারণের জন্য সংবাদের শিরোনামে এলেন অভিনেত্রী। তার ও তার স্বামী সমীরের কোন সন্তান নেই। তবে সন্তান না থাকা সত্ত্বেও ১৬০টি সন্তানের বাবা-মা তারা। ১০৬ জন শিশুর ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে আয়েশা ও সমীর। তিনি বলেন একদিন তিনি সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে তার স্বামীর সাথে কথা বলেন। এরপরই গুজরাটের দুটি গ্রামের সব শিশুর দায়িত্ব তারা নিয়ে নেয়! মুম্বাই নিজেদের কাছে না রাখতে পারলেও, দূর থেকেই তাদের সমস্ত রকম দায়িত্ব পালন করে তারা।

Advertisements