রণবীর নয় বরং সৌরভের বায়োপিকে অভিনয় করবেন যশ দাশগুপ্ত, ভাইরাল ছবি

খুব শীঘ্রই বলিউডে তৈরি হতে চলেছে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) বায়োপিক। মহারাজা নিজেই এই কথা সকলের সামনে তুলে ধরেছিলেন। যদিও তার বায়োপিকে কাকে দেখা যাবে, সেই নিয়ে মুখ খোলেননি অভিনেতা। সম্প্রতি সৌরভের সাথে যশ- নুসরাতের সাক্ষাৎকারে, এই নিয়ে সৃষ্টি হল বিস্তর জলঘোলা।
সৌরভ গাঙ্গুলী অবশ্য একবার বলেছিলেন, তিনি তার বায়োপিকে রনবীর কাপুরকেই দেখতে চান। সকলেই তারপর থেকেই ভেবেছিল হয়তো দাদার বায়োপিক তৈরি হলে, তাতে থাকবে রণবীর কাপুর। তবে এবার শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে রণবীর কাপুর নন, থাকবেন আয়ুষ্মান খুরানা।
এইসব জল্পনার মাঝেই আরো এক বিষয় নিয়ে শুরু হল তুমুল মত বিরোধ। কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেকের ক্যাম্পাসে গিয়েছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta) সাথে ছিলেন নুসরাতও। সেখানেই দাদার সাথে হঠাৎ করেই দেখা করেন তারা। ক্যাপিটালসের অনুশীলনে গিয়ে তাদের এই সাক্ষাৎকার অনেক জল্পনার সৃষ্টি করে। তারা প্রায় আধঘন্টা ধরেই দাদার সাথে নানান বিষয়ে আলোচনা করেন।
এক পক্ষ বলে, হয়তো দাদার বায়োপিক নিয়েই তাদের মধ্যে আলোচনা হচ্ছে। আরেক দল বলে এইসব নাও হতে পারে। যদিও অনেকের আশঙ্কা একটি বেসরকারি সংস্থার কর্ণধার হিসেবে যশ-নুসরাত সেখানে উপস্থিত হয়েছিলেন। বিজ্ঞাপনের ব্যাপারেই সৌরভ গাঙ্গুলীর সাথে কথাবার্তা বলছিলেন।