প্রেমিকা রেখাকে ছেড়ে জয়াকে কেন বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চন? কারণ শুনলে চমকে উঠবেন আপনিও!

বলিউডের (Bollywood) দুই জনপ্রিয় দম্পতি তারকা ‘অমিতাভ বচ্চন’ (Amitabh Bacchan) এবং ‘জয়া বচ্চন’ (Jaya Bacchan)। প্রায় তিন দশক ধরে তাদের সিনেমা উপভোগ করে আসছে দর্শকেরা। সর্বদাই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে বচ্চন পরিবারের এই জুটি। এক সময়ে রেখার সাথে সম্পর্কিত জড়িয়ে ছিলেন অমিতাভ বচ্চন কিন্তু শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল বঙ্গতনয়া জয়ার সাথেই। কেন জয়াকেই বেছে নিয়েছিলেন অভিনেতা!
View this post on Instagram
১৯৭৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন অমিতাভ বচ্চন এবং জয় বচ্চন; বর্তমানে দুই ছেলে-মেয়ে ও নাতি-নাতনি নিয়ে ভরা সংসার তাদের। ১৯৭১ সালে ‘গুড্ডি’ নামক সিনেমার মাধ্যমে সর্বপ্রথম তাদের আলাপ হয়েছিল, এরপরেই সম্পর্ক এগিয়ে চলে। সম্প্রতি ‘কউন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এক প্রতিযোগী অমিতাভ বচ্চনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিল, জয়া বচ্চনের কোন জিনিটা অভিনেতা পছন্দ ছিল; যার জন্য তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
View this post on Instagram
সেখানে অমিতাভ বচ্চনের দেওয়া উত্তর শুনে চমকে উঠেছিল দর্শকেরা! তিনি জানিয়েছিলেন জয়াকে পছন্দ করার একমাত্র কারণ, তার লম্বা চুল। জয়ার লম্বা চুল ছিল বলেই, অমিতাভ বচ্চন তাকে বিয়ে করেছিল।