Arijit-Rupankar: ‘হু ইজ অরিজিৎ ম্যান?’ নেটিজেনদের রোষের শিকার হলেন রূপঙ্কর বাগচী

বর্তমানে ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র ‘অরিজিৎ সিং’ (Arijit Singh)। তাঁকে নিয়ে দর্শকদের উন্মাদনার কম নেই। এই বাংলার ছেলে‘অরিজিৎ’ (Arijit Singh), তাই সমগ্র দেশের পাশাপাশি তাঁকে ঘিরে বাঙালির আবেগ চোখে পড়ার মতো। একদিকে যেমন প্রেমের গান, অন্যদিকে আবার বিচ্ছেদ, সব গানেই সাবলীল এক বঙ্গ সন্তান। তবে শুধু কি আধুনিক গান, তা কিন্তু নয় পুরনো দিনের গানকেও তিনি নিজ দক্ষতায় অন্য মাত্রা দিয়েছেন।
দেশের পাশাপাশি তাঁকে মাঝে মধ্যেই দেখা যায় বিদেশে বিভিন্ন কনসার্টে যোগ দিতে। আর সেখানেও দর্শকের ভিড় থাকে চোখে পড়ার মতো। অন্যদিকে তিনি নিজেও অনুরাগীদের কাছাকাছি থাকতে পছন্দ করেন, আর সেই কারণেই আর পাঁচটা মানুষের মতো সাধারণ জীবন কাটাতে পছন্দ করেন।
সম্প্রতি তাঁর ফেসবুক প্রোফাইল ফটোকে নিয়ে দর্শকদের মধ্যে গুঞ্জন উঠেছে। শুধু তাই নয়, তাঁর ছবিকে ঘিরে গায়ক ‘রূপঙ্কর বাগচী’ (Rupangkar Bagchi) আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। গত মে মাসে গায়ক কেকের মৃত্যুর পরেই তিনি নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন তাঁর এক মন্তব্যের জন্য। যার জেরে প্রায় গোটা বাংলা জুড়ে তাঁকে ব্যান করা হয়েছিল।
আর এবার অরিজিৎ সিংয়ের ছবিতে কমেন্ট করে আবারও ফিরে এলো সেই মুহূর্ত। তিনি অরিজিৎ সিংয়ের ছবিতে ভালো লাগছে বলে একটি কমেন্ট করেছেন। আর তাতেই নেটিজেনরা আবারও তাঁকে কটাক্ষ করেছেন।