মুখের আদল হোক কিংবা গলার কন্ঠ অবিকল কুমার শানু, বীরভূমের এই যুবক এখন ভাইরাল নেট দুনিয়ায়

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সারাদিনের নানান খবর চলে আসে হাতের মুঠোয়। অতি সহজেই অবাক করা নানান ভিডিও, ফটো হামেশাই উঠে আসে দুনিয়ার পাতাতে। সাধারণ মানুষকে চমকিত করে তোলে এইসব। সম্প্রতি এইরকমই এক ব্যক্তি রীতিমতো ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়।
রামপুরহাটের বাসিন্দা ‘কাজীবর রহমান’, যাকে দেখতে হুবহু কুমার শানুর মতন। তবে শুধু দেখতে বললে ভুল হবে, তার গলার কন্ঠ এবং গান গাওয়ার দক্ষতাও মিলে যায় কুমার শানুর সাথে। যাকে বলা চলে কুমার শানু লাইট!
ঠিক হুবহু কুমার শানুর মতন একাধিক গান গেয়ে, ভাইরাল হয়ে গিয়েছেন রামপুরহাটের এই বাসিন্দা। তবে কি করে তিনি এইভাবে কুমার শানু হয়ে উঠলেন তা সকলের মনে প্রশ্ন! প্রথমে কিশোর কুমারের গান গাইতেন এরপর তিনি। এরপর তাকে অনেকে বলে তার কণ্ঠ নাকি কুমার শানুর মতো আর দেখতেও কুমার শানুর মতো! এরপর তিনি কুমার শানু কে নকল করা শুরু করেন।
যখন থেকে স্টেজে গান গাইতেন তখন সকলেই নাকি তাকে কুমার শানু বলে উল্লেখ করত। বাড়ির লোকেরা যেমন তার পাশে ছিলেন, ঠিক সেরকমভাবে পাড়- প্রতিবেশীরাও তাকে উৎসাহ জোগাতেন। কিছুদিন আগেই তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়, যা প্রায় এক লাখ ভিউজ পায়। সাধারণ মানুষ তার কন্ঠের গান শুনে এবং তাকে দেখে অভিভূত হয়ে যায়।