×
বিনোদন

অতি লোভে তাতি নষ্ট! রোশনের থেকে খোরপোষ চাইতে গিয়ে মুখ পুড়ল শ্রাবন্তীর

Advertisements
Advertisements

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পরে যার বিয়ে নিয়ে হামেশাই সোশ্যাল মিডিয়া সরগরম থাকে, তিনি হলেন ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটাছেঁড়া হয়ে থাকে দর্শকমহলে। এর অন্যতম কারণ হলো তিনবার বিয়ে করেছিলেন অভিনেত্রী আর তার তিনটি বিয়ের একটিও টেকেনি।

Advertisements

তৃতীয় বিয়ের বিচ্ছেদের পর তৃতীয় স্বামী রোশনের কাছ থেকে খোরপোষের দাবি করেছিলেন অভিনেত্রী। মামলা এতদিন পর্যন্তও চলছিল। এমনকি রোশনের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিউর ১২৫ নম্বর ধারায় মামলাও করেছিলেন তিনি। যদিও সেই মামলা আপাতত স্থগিত করেছে আদালত।

অপরদিকে রোশনও অভিনেত্রীর বিরুদ্ধে ৩৪০ ধারার পারজারির মামলা করেছিলেন। তবে সেই মামলা কিন্তু স্থগিত করেনি আদালত। আপাতত সেই মামলা জারি করেছেন তারা, যার ফলে রোশনের কাছে মুখ পোড়ার পাশাপাশি সকলের কাছেই তার মাথা হেঁট হয়ে গেছে। রোশনের কাছে প্রতি মাসে ৭ লক্ষ টাকা খোরপোষও দাবি করেছিলেন।

এইসবের বিরুদ্ধে সরব হয় রোশন। তিনি বলেন, “আমি শুনেছি শ্রাবন্তীর ঘনিষ্ট মহলে বলে আমি মোটা। ওজন বেশি হওয়ার জন্য আমি নাকি সঙ্গমের সক্রিয় না”।এর পাশাপাশি বন্ধুদের কাছে তিনি নাকি জানিয়েছেন, রোশন তার এক কোটি টাকা হাওয়া করে দিয়েছে! তাই আপাতত রোশনও দেখতে চায়, এই মিথ্যে কথাগুলো আর কতদিন চলতে পারে।

Advertisements