এক হাতের ফাঁক দিয়ে একি করে দেখলেন শ্রাবন্তী!

টলি পাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটাছেঁড়া হয়ে থাকে দর্শকমহলে। যদিও বর্তমানে নিজের মতো নিজে জীবনযাপন করেন তিনি। সম্প্রতি ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এর পাশাপাশি শরীরচর্চাতে মগ্ন হয়েছেন।
কিছুদিন আগেই অত্যাধিক মেদবহুল চেহারা হয়ে যাওয়ার কারণে নানান কটাক্ষ মূলক মন্তব্য শুনতে হয়েছিল অভিনেত্রীকে। সে কারণেই এবার সব ফেলে শরীর চর্চায় মন দিয়েছেন তিনি। প্রায়শই সোশ্যাল মিডিয়ার পাতায় শরীর চর্চার নানান মুহূর্ত তুলে ধরেন তিনি। যেগুলির মাধ্যমে অনেকেই আবার অনুপ্রাণিত হন।
সম্প্রতি শ্রাবন্তীকে দেখা গেছে এক বিশেষ অনুশীলনে। যেখানে তার ডান হাতটি ছিল মাটিতে এবং হাতের উপরে ছিল একটি বল। সেই বলটিকে অক্ষত রেখে তার চারিপাশে ৩৬০ ডিগ্রী ঘুরছিলেন অভিনেত্রী। তার এরূপ বিশেষ চরিত্র দেখে সকলেই রীতিমতো অবাক হয়ে গিয়েছে। তার পরনে ছিল একটি নীল রঙের টিশার্ট সাথে কালো গোলাপি রঙের জেগিন্স।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এই মুহূর্তটি নিজের ইনস্টাগ্রামে সকলের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। এর সাথে নিজের জিমের ট্রেনার অরিজিৎকেও মেনশন করেন। এর পাশাপাশি এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করার জন্য নিজের আরও চার বন্ধুকেও আহ্বান জানান।