সুহানার এমন ছবি দেখে কি বলে বসলেন বাবা শাহরুখ খান!

শাহরুখ-কন্যা সুহানাকে(suhana khan) নিয়ে নতুন করে কিছুই বলার নেই। বরাবরই লাইম লাইটে থাকেন এই স্টারকিড। তবে বর্তমানে অভিনয় জগতে পদার্পণ করেছেন তিনি, তাই মাঝেমধ্যেই শিরোনামের পর্দায় তার দেখা মেলে। কিছুদিন আগেই সুহানার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেখানে সুহানাকে দেখা গিয়েছিল একেবারে মেকআপ ছাড়া টপ ও ট্রাউজার পরে। তবে সেই ভিডিওতে তার কাঁধের অংশতে থাকা জ্যাকেটটি কিছুটা খুলে গিয়েছিল আর সুহানা সেই সময় দেরি না করে জ্যাকেটটি সঙ্গে সঙ্গে তুলে নেয়। এরূপ দৃশ্য দেখে সকলেই সুহানার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। অনেকেই বলেছিল, অন্য স্টার কিডদের মত নয় সুহানা! সে যথেষ্ট ভদ্র-সভ্য। অন্তত কাজল ও অজয় দেবগনের কন্যা নায়েশার থেকে অনেক গুনে ভদ্র সে।
শাহরুখ খান বরাবরই তার একমাত্র মেয়েকে ভীষণভাবে ভালবাসে। মেয়ে লাইম লাইটে আসার পর, আরও বেশি করে যেন আগলে রেখেছেন তিনি তার কন্যাকে। কিছুদিন পরেই জোয়া আকতারের পরিচালনায় তৈরি ‘দ্য আর্চিজ’ ফিল্মের মাধ্যমে বলিউডে ডেবিও করতে চলেছে শাহরুখ কন্যা। এই সিনেমাটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে।
View this post on Instagram
সম্প্রতি মা গৌরী খান এবং বান্ধবী শানায়া কাপুরের সাথে দুবাইয়ে একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন সুহানা। সেখানে তার একাধিক ফটো বেশ ভাইরাল হয়ে উঠেছিল। যার মধ্যে একটি ফটোতে তাকে দেখা গিয়েছিল, একটি কালো রঙের গাউনে যার সাথে উজ্জ্বল মেকাপ করেছিলেন তিনি। পরের ফটোতে তাকে দেখা গিয়েছিল একটি হালকা গোলাপি রঙের বডিকন ড্রেসে, যার হাতটি ছিল স্প্যাগেটি। এই দুটি পোশাকে দুর্দান্তভাবে মানিয়েছিল সুহানাকে এটা বলা বাহুল্য। এর পাশাপাশি নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি।
View this post on Instagram
তবে এই ছবিতে বিশেষ নজর কেড়েছে শাহরুখ খানের মন্তব্য। এই মন্তব্য দেখেই নেটিজেনদের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে! তার ছবিগুলিতে বাবা শাহরুখ খান (Shahrukh khan) মন্তব্য করেছে, অত্যন্ত অভিজাত লাগছে। তবে এরপর তিনি লেখেন, ঘরে পাজামা পরে ঘুরে বেড়ালেও তাকে একই রকম লাগে। স্বাভাবিকভাবেই এমন একটি মন্তব্য বেশ মজাদার করে তুলেছিলো পরিবেশকে। তবে সুহানাও এর উত্তর দিয়েছে হাসিমুখে! ধন্যবাদ জানিয়ে বেশ কয়েকটি ইমোজি জুড়েছেন।