×
বিনোদনভাইরাল ভিডিও

টুম্পা সোনা, বিয়ের কনে সেজে সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত গান গাইলেন রানু মণ্ডল, তুমুল ভাইরাল ভিডিও

Advertisements
Advertisements

রানাঘাটের পথভিক্ষুক রানু মন্ডল (Ranu Mondal) কে বর্তমানে সকলেই চেনে। সামান্য ভিখারী থেকে লতা মঙ্গেশকরের গান গেয়ে রীতিমতো সেলিব্রেটি হয়ে উঠেছিল সে। বলিউডে পর্যন্ত পদার্পণ করেছিলেন তিনি! হিমেশ রেশমিয়ার (Himesh Reshammiya) সাথে ‘তেরি মেরি’ গানটি গেয়ে, তার জনপ্রিয়তা চরম শিখরে পৌঁছেছিল।

Advertisements

তবে এরপর রানু মন্ডলের অহংকার যেন বেশ কিছুটা বেড়ে গিয়েছিলো! অত্যাধিক অহংকার এবং দম্ভই তাকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছিলো। বর্তমানে তাকে আর খুব একটা গান গাইতে দেখা যায় না, আবারও সাধারণ জীবনযাপনে ফিরে গেছে রানু মন্ডল। তবে এখনো তার জনপ্রিয়তা যেন কমেনি! গানের মাধ্যমে না হলেও, বর্তমানে নানান ইউটিউবারদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান তিনি।নানান ব্লগাররা তার বাড়িতে যায় নিজেদের চ্যানেলের ভিউজ বাড়াতে।আর সেখানে রানু মন্ডল নানান বেফাঁস মন্তব্য করে ফেলেন! যার কারণে কটাক্ষের শিকার হন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ট্রেন্ডিং গানের মাধ্যমে আবারও ভাইরাল (vir) হল সকলের পরিচিত রানু মন্ডল। এই ভিডিওতে তাকে দেখা গেছে, লাল বেনারসি, গয়না ও কপালে চন্দন পরে বাঙালি বধুর সাজে ‘টুম্পা সোনা’ গানটি গাইতে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে আসতেই, নেটিজেনরা রীতিমতো চমকিত হয় এবং সে হয়ে ওঠে হাসির খোরাক! নেটিজেনদের পক্ষ থেকে নানান হাস্যরসাত্মক মন্তব্য ধেয়ে আসে তার দিকে।

ফেসবুকে এই ভিডিওটি ‘রানা রায়’ নামের এক ব্যক্তি তুলে ধরে এবং ক্যাপশনে লেখে, “বিয়ের পাত্রী রেডি, পাত্র চাই, যোগাযোগ ৭০৭৩১০***”। ভিডিওটি বর্তমানঃ নেট দুনিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। কমেন্ট বক্সে এসে জমা করেছে নেটিজেনদের নানান কটাক্ষ মুলক মন্তব্য। অনেকেই আবার জানিয়েছে, “তিনি একজন মানসিক ভারসাম্যহীন মহিলা, তাকে নিয়ে এরূপ করা উচিত নয়!”

Advertisements