×
বিনোদন

আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই: শুভশ্রী গাঙ্গুলী

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ‘শুভশ্রী গাঙ্গুলী’ (Shubhashree Ganguly)। পরিচালক ‘রাজ চক্রবর্তী’র (Raj Chakraborty) সাথে বিয়ে হবার পর থেকেই, তাদের দাম্পত্য জীবন নিয়ে অনুরাগী মহলের আগ্রহ যেন বেড়েই চলেছে। এরই মধ্যে তাদের পরিবারে এসেছে তৃতীয় জন, ছেলে ইউভান। সর্বদাই সোশ্যাল মিডিয়ার পাতায় তারা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। ঘর-বাহির দুটোই একসাথে সামলানোর জন্য, সর্বদাই প্রশংসিত হন শুভশ্রী গাঙ্গুলী।

Advertisements

তবে মাঝেমধ্যেই তাকে কটাক্ষের শিকারও হতে হয়। কখনো ভুল ইংরেজি বলার জন্য, কখনো বা ঘনিষ্ঠ মুহূর্ত সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। সকলেই তাকে অশ্লীল মন্তব্য করে। যদিও এই সবে কিছু যায় আসে না অভিনেত্রীর। তবে এবার সেই সবের জবাব দিলেন তিনি।

গত ২১শে ফেব্রুয়ারি ছিল রাজ চক্রবর্তী জন্মদিন। সেদিন মাঝরাতে স্বামীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে চলে গিয়েছিলেন তিনি। কেক কাটেন, পার্টি করেন এরই মধ্যে ছবি দেন তাদের ঘনিষ্ঠ মুহূর্তের। যেখানে তাদের দুজনকে দেখা গিয়েছিল জড়িয়ে ধরে চুম্বন করতে আর তাতেই ঝড়ের বেগে বয়ে আসে সমালোচনা। কেউ বলে সবটাই লোভ দেখানো, কেউ বা বলে এ কেমন বিধায়ক!

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

এক সাক্ষাৎকারে এসে এসব কিছু নিয়ে রীতিমতো বিরক্ত হয়ে উঠলেন অভিনেত্রী। বললেন, আমরা প্রতি মুহূর্তে একে অপরকে চুমু খাই আর এটাই করব। আমরা আমাদের কর্মফলে যথেষ্ট বিশ্বাসী। প্রতিটা মুহূর্তের জন্য বাঁচি। একটাও মুহূর্ত নষ্ট করব না, তাই এসবে কিছু যায় আসেনা।

Advertisements