অক্ষয়ের সাথে কাটানো দিনগুলির কথা ভুলতে চাই! অকপট রবীনা

বলিউডে একসময় হিট জুটি ছিল ‘অক্ষয় কুমার’ (Akshay Kumar) এবং ‘রবীনা ট্যান্ডন’ (Rabina Tanadan)। তাদের সেই অনস্ক্রিম কেমিস্ট্রি পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিল অফস্ক্রিনে। যদিও এখনো পর্যন্ত তাদের সেই সম্পর্কের ব্যাপারে সেরকম কিছুই তথ্য জানা যায়নি। অক্ষয় কুমার অবশ্য রবীনার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও, সম্পর্ক গড়ে তুলেছিলেন একাধিক অন্য বলি নায়িকার সাথে। তাদের এই ঝামেলার অবসান হয়ে, তাদের দুজনের বাগদান পর্ব সারা হয় কিন্তু তারপরেই টুইংকেল খান্নার (Twinkle khanna) সাথে অক্ষয় কুমারের সম্পর্ক সামনে আসে।
অনেকেই বলে টুইংকেল খান্না ও রবিনা ট্যান্ডনকে একই রকম দেখতে। অপরদিকে রবীনার সাথে অক্ষয় কুমারের বাগদানের মুহূর্তে টুইঙ্কেলের সাথে অক্ষয় কুমারের সম্পর্ক তৈরি হয়েছিল। এরপরে শিল্পপতি অনিল থাডানিকে বিয়ে করে রবীনা। বর্তমানে দুইজনেরই সংসার চলছে চুটিয়ে, দুই দম্পতিরই সন্তান রয়েছে।
View this post on Instagram
তবে এক সাক্ষাৎকারে এসে রবীনা তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছিলেন অক্ষয়ের সাথে বর্তমানে তার সম্পর্ক অনেকটাই ঠিক হয়ে গেছে। তারা সকলে একসাথে গল্পও করেন। প্রত্যেকেই নিজেরা নিজেদের মতন করে জীবন গুছিয়ে নিয়েছেন কিন্তু গোটা ইন্ডাস্ট্রি একটা বাগদান পর্বকে এখনো ভুলতে পারছে না।
View this post on Instagram
এমন কি ব্রেকআপের পরেও রবীনা এই বিষয়টি নিয়ে ভাবেননি। কোথায় কি লেখা বের হচ্ছে সেইসবও ভাবতেন না। বর্তমান সময়কাল অনেকটাই এগিয়ে গেছে! এখন কলেজের মেয়েরা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড পাল্টায়, সেখানে তো অক্ষয় কুমার ও তার সম্পর্ককেও ভুলে যাওয়াই শ্রেয়।