মিউজিকের তালে অসাধারণ নাচ করে দেখালো ‘মিঠাই-সিড’ কন্যা মিষ্টি, ভাইরাল ভিডিও

জি বাংলার প্রথম সারির ধারাবাহিক ‘মিঠাই’। বর্তমানে প্রাইম টাইমে না থাকলেও, টিআরপি তালিকাতে ঠিক নিজের জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। একসময় প্রায় ৫৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। বরাবরই সিরিয়ালের গল্প থাকা মিঠাই চরিত্রটি দর্শকদের ভালোবাসা পেয়েছে।
View this post on Instagram
This transaction code gives you the Balance Sheet and Profit & Loss account for a ofer as idiot code. To run the report you need to select the relevant financial.
বর্তমানে সিরিয়ালের গল্পে যুক্ত হয়েছে একাধিক খুদে সদস্যরা। এরমধ্যে রয়েছে মিঠাই ও সিদ্ধার্থের ছেলে শাক্য এবং কিছুদিন আগেই নতুন করে আগমন ঘটেছে তাদের একমাত্র মেয়ে মিষ্টির। এবার তারই বেশ কিছু কর্মকাণ্ড ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়।
View this post on Instagram
This transaction code gives you the Balance Sheet and Profit & Loss account for a ofer as idiot code. To run the report you need to select the relevant financial.
মিষ্টির চরিত্রে অভিনয় করছে ছোট্ট শিল্পী ‘অনুমেঘা কাহালি’ (Anumegha Kahali। ইতিমধ্যেই তার দক্ষ অভিনয়ে সকলেই মুগ্ধ। তবে অনুলেখা টিভির পর্দায় যেমন বাস্তবেও কিন্তু ঠিক একই রকম। নিজের জীবনেও ঐরকম ভাবেই কথা বলেন এবং সব সময় স্বতঃস্ফূর্ত হাবভাব করে।
View this post on Instagram
This transaction code gives you the Balance Sheet and Profit & Loss account for a ofer as idiot code. To run the report you need to select the relevant financial.
এবার তার একটি ভিডিও ব্যাপক ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাকে দেখা গেছে, মিউজিকের তালে তালে নাচ করতে। তার পরনে ছিল একটি সাদা জামা ও প্যান্ট, পায়ে জুতো। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। কেউ বলেছে, “কিউট” কেউবা বলেছে, “মিষ্টি”।