বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেয়নি যোগ্য সম্মান, অভিমান ভুলে দীর্ঘ কয়েক দশক পর বড়ো পর্দায় ফিরছেন ভিক্টর ব্যানার্জি

বাংলা চলচ্চিত্র ভালোবাসেন অথচ ‘ভিক্টর ব্যানার্জি’কে (Victor Banerjee) চেনেন না এই রকম মানুষ খুব কমই রয়েছে। উত্তম সৌমিত্র যুগে তিনিও ছিলেন এক মাইল ফলক। তাঁর অভিনয় নিয়ে বিশেষ করে কিছু বলার নেই। এই বর্ষীয়ান অভিনেতাকে যারা চেনেন তারা ভালো করেই জানেন তাঁর অভিনয় দক্ষতা। তবে এখন আর খুব একটা বড় পর্দায় দেখা যায় না অভিনেতাকে। তার কারণ হিসাবে অবশ্য কোনোদিনই বিশেষ কিছু প্রকাশ করেননি এই বর্ষীয়ান অভিনেতা।
তাঁর কর্মজীবনের শুরু থেকেই সহজেই সকলের মনে এক ভিন্ন পরিচিতি করে নিয়েছিলেন নিজেই তাঁর অভিনয় দিয়ে কারণ তাঁর অভিনয় ছিল সকলের থেকে আলাদা! এখন আর সেইভাবে অভিনয় জগতের সাথে যুক্ত নন তিনি। বাংলা ছেড়েছেন বহুদিন।
তবে সম্প্রতি তাঁকে আবার দেখা যাবে বড়ো পর্দায়। পরিচালক ‘সুব্রত লাহিড়ী’ (Subrata Lahiri) পরিচালিত সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। তাঁর চরিত্র এক বৃদ্ধ ভায়োলিন বাদকের। যা বর্তমান সময়ের সাথে কালের নিয়মে বিলীন হয়েছে অনেকটাই।
View this post on Instagram
শুধু তাই নয়, ভিক্টর ব্যানার্জি ছাড়াও দেখা যাবে ‘মনোজ মিত্র’ (Manoj Mitra), ‘কল্যাণী মণ্ডল’র (Kalyani Mandal) মতো তাবড় অভিনেতাদের। ভিক্টর ব্যানার্জির অভিনয় ছাড়াও থাকছে মান্না দের শেষ অপ্রকাশিত গান ‘এই যুগের গান’। যা শোনা যাবে অভিনেতার কণ্ঠে। তবে এ বিষয়ে অবশ্য অভিনেতা বিশেষ কিছু বলেননি, গলা খারাপ বলে এড়িয়ে গিয়েছেন গোটা বিষয়টি। কিন্তু আপামর বাঙালি যে আবারও এই অভিনেতাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।