×
বিনোদন

কেরিয়ারের শুরুতেই হাজতবাস করতে হয়েছিল ভিকি কৌশলকে, এতদিন পর উঠে এলো পুরনো সত্য

Advertisements
Advertisements

বর্তমানে’ ভিকি কৌশল’কে (Vicky Kaushal) নিশ্চয় সকলেই চেনেন। রীতিমতো সুদর্শন পুরুষ বর্তমানে সকলের নজর কেড়েছে সহজেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে। তবে একটা সময় এমন ছিল কেউই তাঁকে কাজ দিতে চাইতেন না।

Advertisements

অভিনয় জীবনের প্রথম দিকে তিনি অনেক ছোট রোল করেছেন। কাজ করেছেন সহকারী পরিচালন হিসাবেও কিন্তু থেমে থাকেননি কিছুতেই। বরং নিজেকে আগুনে পুরিয়ে নিখাদ সোনায় পরিণত করেছেন। আর ঠিক সেই কারণেই তিনি সকলেই ড্যাসিং হিরো। সম্প্রতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘ক্যাটরিনা কাইফ’র (Katrina Kaif)সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেতা।

সোশ্যাল মিডিয়াই অভিনেতার নামে উঠে আসছে এক বিস্ময়কর তথ্য। তাঁকে নাকি জেলে যেতে হয়েছিল শুটিংয়ের কারণে। আমরা সকলেই জানি ভিকি প্রথম জীবনে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসাবে। সেই সময় ‘অনুরাগ কাশ্যপ’র (Anurag Kashyap) সাথে তিনি সহকারী পরিচালকের কাজ করতেন। আর ‘গ্যাং অফ ওয়াসিপুর’র (Gang Of Wasseypur) শুটিংয়ের সময়েই ঘটে বিপত্তি। এক সম্মেলনে পরিচালক জানিয়েছেন, “আমরা যেই বালির খাদানের দৃশ্য ক্যামেরা বন্দি করছিলাম, সেটা ছিল অবৈধ।

তার নিয়ন্ত্রণ ছিল কিছু দুষ্কৃতীর হাতে। আর ঠিক সেই সময়ই পুলিশের হাতে গ্রেফতার হয় অভিনেতা”। মসন ছবির মাধ্যমে প্রথম বলিউডে পা রাখেন অভিনেতা। তারপরে একের পর এক হিট ছবি। যার মধ্যে অন্যতম উরি দ্যা সার্জিকাল স্ট্রাইক অন্যতম। যা বর্তমান প্রজন্মের কাছে এক মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক একই ভাবেই এই অভিনেতাও হয়ে উঠেছেন সকলের মধ্যমণি।

Advertisements