×
বিনোদন

সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ির বাথরুমে আশ্রয় নিয়েছিলেন উত্তমকুমার, এতদিন পর ফাঁস মহানায়কের সিক্রেট

Advertisements
Advertisements

বাংলা চলচ্চিত্রের অন্যান্য সমস্ত অভিনেতাদের মধ্যে সর্বকালের সেরা অভিনেতা ‘উত্তম কুমার’ (Uttam Kumar), এই নিয়ে অবশ্য মতো পার্থক্য কোনোদিনই নেই কারোর মধ্যে! তিনি নিজের অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে হয়ে উঠেছেন মহানায়ক ‘উত্তম কুমার’। শুধু তাই নয়, তাঁর মৃত্যুর এতো বছর পরেও আজও মহানায়ক আর বাংলা চলচ্চিত্র সমার্থক। তবে আপনি কি জানেন একটা গোটা রাত মহানায়ককে কাটাতে হয়েছিল অভিনেত্রী ‘সাবিত্রী চট্টোপাধ্যায়’র (Sabitri Chatterjee)বাড়ির বাথরুমে!

Advertisements

কথাটা শুনে অবাক হচ্ছেন নিশ্চয়। কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। অভিনেত্রী নিজের মুখেই স্বীকার করেছেন এই কথা। একটা সময় এই জুটি বাঙালিকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এসেছে। যা আজও সকলের কাছেই নতুন। সেই সময় অভিনেত্রীর বাড়িতে প্রায়ই আড্ডা মারতে যেতেন মহানায়ক। আর অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে আদর করে ডাকতেন সাবু।

তবে বাড়ির সকলের সাথে বেশ ভালো সম্পর্ক থাকলেও অভিনেত্রীর বাবাকে রীতিমতো ভয় পেতেন এই মহারথী। মেয়ে অভিনেত্রী হলেও রাত ১০টার মধ্যে বাড়িতে ঢুকতেই হতো তাঁকে। এটাই ছিল তাঁর বাবার হুকুম!আর তিনি নিজে বাড়ির সদর দরজায় তালা দিতেন।

ঠিক সেই রকমই ঘটনা ঘটেছিল একদিন। সেদিনও মহানায়ক গিয়েছিলেন তাঁর বাড়িতে আড্ডা দিতে, ভেবেছিলেন বাবা দেখার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়বেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি! বরং অভিনেত্রীর বাবার ভয়ে বাড়ির বাথরুমে আশ্রয় নিয়েছিলেন অভিনেতা। জি বাংলার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’ (Apur Sangsar)-এ এসে অভিনেত্রী নিজের মুখেই স্বীকার করেছেন এই কথা।

Advertisements