×
বিনোদন

Ushasi Ray: স্বল্প পোশাকে ভক্তদের ঘুম কাড়লেন উষসী রায়

Advertisements
Advertisements

টলিপাড়ার এক অন্যতম জনপ্রিয় মুখ ‘উষসী রায়’ (Ushashi Roy)। প্রথমে ছোট ধারাবাহিকের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন তিনি। জি বাংলার ‘বকুল কথা’ নামক সিরিয়াল থেকে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন। বর্তমানে তাকে দেখা যাচ্ছে বড় পর্দাতেও। হৈচৈতে একাধিক ওয়েব সিরিজে তার অভিনয় দক্ষতা দর্শকমহলের নজর কেড়েছে।

Advertisements

এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। নিজের জীবনে রোজনামচা তিনি তুলে ধরেন অনুরাগীদের উদ্দেশ্যে। কিছুদিন আগেই আইটিসি সোনার বাংলায় আয়োজিত হয়েছিল ‘টাইমস ফুড অ্যান্ড নাইটলাইফ অ্যাওয়ার্ড 2023’, যেখানে বিশেষভাবে নজর কেড়েছিলেন তিনি।

অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল, একটি অফ-শোল্ডার গাউন পরতে, যার উপরে একটি কালো করসেড ছিল এবং নিচের অংশটি ছিল লেয়ার্ড। গোটা গাউন জুড়ে ছিল প্রচুর স্প্লিট। এছাড়া গাউনটি ছিল হাই-থাই স্লিটের, যার ফলে অভিনেত্রীর পায়ের একাংশ ছিল উন্মুক্ত ।এর সাথে অভিনেত্রীর মুখে ছিল হালকা মেকআপ সাথে ঠোঁটে নিউড লিপস্টিক।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

তার এই ছবিতে তারকাদের ভালোবাসা যেন উপচে পড়ে। ফটোগ্রাফার ‘সায়ন্তন দত্ত’ থেকে শুরু করে ‘সায়ন্তনী মল্লিক’ সকলেই প্রশংসা করেছে তার এই ছবির। ‘দিতিপ্রিয়া রায়’ উষসীকে ‘দিদিয়া’ বলে সম্বোধন করেছে। এছাড়া মল্লিকা মজুমদারও তার প্রশংসা করেছে।

Advertisements