×
বিনোদন

লুকিয়ে বিয়ে সেরে ফেললেন ‘এই পথ যদি না শেষ’-এর উর্মি!

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের এক জনপ্রিয় মুখ ‘অন্বেষা হাজরা’ (Anwesha Hazra)। ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে উর্মি নামক চরিত্রের দ্বারা দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন। পরবর্তী মাসেই তার নতুন সিরিয়াল আসতে পারে বলে ধারণা। তবে এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এক ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। বসন্তের ছোঁয়া কি তার জীবনেও লাগল এবার?

Advertisements

ইনস্টাগ্রামে তার পোস্ট করা ফটোতে তাকে দেখা গেছে, একেবারে নববধূর রূপে। যেখানে তার পরনে ছিল একটি সবুজ রঙের বেনারসি সাথে গর্জিয়াস ম্যাচিং ব্লাউজ। গোটা গা জুড়ে সোনার গয়না ছিলো। মুখে ছিলো ব্রাইডাল মেকআপ । মাথায় মুকুট হাতে শাখা-পলা এবং আলতা পরেছিলেন। যাকে বলে পুরো বাঙালি কনে !

আসল ফটোশুটের জন্যই তার এই রূপ সাজ। নিজের বাস্তব জীবনে এরূপ ঘটনা ঘটলে, নিশ্চয়ই সকলের সাথে ভাগ করে নিতেন অভিনেত্রী। নিজের জীবনের কোন কিছুই লুকিয়ে রাখেন না তিনি। অনেক খোলা মনের মানুষ অন্বেষা।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

তার এই ছবিতে নানান মন্তব্য এসে জুড়েছে। কেউ বলেছে, খুব মিষ্টি লাগছে তোমায় এই সাজে। কেউবা বলেছে, তাকে আবার কবে টিভির পর্দায় দেখা যাবে। অনেকে আবার তার এই সাজ দেখে বিয়ের কথাও জিজ্ঞাসা করেছে। তাকে এইরূপ কোনের সাজে সাজিয়ে তুলেছে ডিজাইনার ‘রুদ্র সাহা’। যে টলিপাড়ায় অত্যন্ত জনপ্রিয় মুখ।

Advertisements