×
বিনোদন

নিশ্চয়ই মনে আছে ‘কোই মিল গেয়া’ র শিশু তারকা কে? বর্তমানে তার সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও

Advertisements
Advertisements

সুন্দর স্নিগ্ধ একটি মেয়ে, নিজের ‘অভিনয় দক্ষতা’ দিয়ে মন জয় করেছিল দর্শকদের। তাঁর নাম ‘হংসিকা মোতওয়ানি’ (Hansika Motwani) । অনেক অল্প বয়স থেকেই অভিনয়ের সাথে যুক্ত হয়েছিলেন হংসিকা। তবে শুধু অভিনয় না, পাশাপাশি মডেলিং করত হংসিকা।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

ছোট্ট হংসিকা ২০০১ সালে জনিপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘সাকা লাকা বুম বুম’-এর মাধ্যমে পা রাখেন অভিনয় জগতে। ছোটবেলাই ‘সাকা লাকা বুম বুম’ দেখেনি বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে খুব কমই আছে। ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘করিশ্মা কা করিশ্মা’, ‘হাম দো হ্যায় না’, ‘সোন পরী’ ধারাবাহিকে অভিনয়ের সাথে আরও অনেক ধারাবাহিকেও শিশুশিল্পী হিসাবে কাজ করেছে ‘হংসিকা মোতওয়ানি’ (Hsansika Motwani)।

 

View this post on Instagram

 

Shared post on

তবে শুধু ধারাবাহিকে আটকে থাকেনি খুদে হংসিকার প্রতিভা। ‘জাগো’, ‘কই মিল গয়া’-র মতো হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি। ‘জাগো’ ছবিতে হংসিকা-র মায়ের ভূমিকাতে ছিলেন জনপ্রিয় ‘রবীনা ট্যান্ডন’ (Raveena Tandon)। তবে এখন আর হংসিকা ছোট নেই এটা বলা যায়। দিব্যি বড় মেয়ে হয়ে উঠেছে সে। একটা সময় হিন্দি চলচ্চিত্র জগতে নায়িকা হিসাবেও কাজ করেছিল ‘আপ কা সুরুর’, ‘মানি হ্যায় তো হানি হ্যায়’-এর মতো ছবিতে। কিন্তু পরপর দুটি সিনেমাই ফ্লপের তালিকায় নাম লেখায়। তারপরে অবশ্য আর হিন্দি চলচ্চিত্রের জগতে দেখা মেলেনি ‘হংসিকা মোতওয়ানি’-র। বর্তমানে শোনা যাচ্ছে, দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতের সাথে যুক্ত রয়েছে হংসিকা।

Advertisements