বুকে টেনে নিয়ে মিঠাইকে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিল উচ্ছেবাবু, আজও সেই স্মৃতি ভুলতে পারছে না মিঠাই ভক্তরা

এক এক সময় সিরিয়ালের কিছু কিছু দৃশ্য দর্শকদের মনে গেঁথে রায়। ঠিক সেরকমই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের বেশ কিছু দৃশ্য রয়েছে। এমনিতে বেশ রসালো রসায়নে তৈরী, মিঠাই-সিদ্ধার্থর জুটিকে সকলেই দেখতে পছন্দ করে। এই সিরিয়াল এক সময়ে টানা ৪৪ সপ্তাহ টিআরপির শীর্ষে ছিল। একাধিকবার বেঙ্গল টপার তকমা পেয়েছে মিঠাই সিরিয়ালটি। বর্তমানে যদিও টিআরপি ক্রমশ নিম্নগামী হয়ে আসছে।
তবে আবারো এই সিরিয়ালের একটি পুরনো দৃশ্য নতুন করে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে যে, উচ্ছে বাবু আলিঙ্গন করেছে মিঠাই রানীকে! সেটি আবার চা বাগানে একদম পাহাড়ের কোলে দাঁড়িয়ে। এক রাত মিঠাইকে না দেখতে পেয়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছিল দাদুর রাগী নাতি। এরপর তাকে খুঁজে পেয়েই স্পষ্টভাবে সে জানিয়ে দিয়েছিল, মিঠাইকে ছাড়া থাকতে পারবে না।
সেই সময় আনন্দে বিস্মিত হয়ে গিয়েছিল মিঠাই! কখনোই ভাবতে পারিনি তার স্বপ্ন এভাবে সত্যি হবে। তার দুই চোখ বেয়ে জল পড়ছিল। শুধু তাই নয়, এরপরই একেবারে ফিল্মি কায়দায় পাহাড়ের কোলে দাঁড়িয়ে আই লাভ ইউ পর্যন্ত বলেছিল। এসব দেখে আনন্দে মাতোয়ারা হয়েছিল হল্লাপার্টি।
View this post on Instagram
বর্তমানে অবশ্য আগের মতন দর্শকদের মন জয় করতে পারছে না মিঠাই ধারাবাহিক। ঘটনার কালক্রমে গল্পে মৃত্যু হয়েছে মিঠাই নামক চরিত্রের, এর পরিবর্তে এসেছে হুবহু মিঠাইয়ের মতো দেখতে একটি মেয়ে ‘মিঠি’। তবে দর্শকদের মনে এখনো কোথাও যে বিশ্বাসের রয়ে গেছে, গল্প শেষের আগেই তাদের প্রিয় মিঠাই ফিরে আসবে। পরবর্তীতে কি হয় সেটিই দেখার বিষয়।