প্রিয়াঙ্কা চোপড়াকে থাপ্পর সেটে পৌঁছেছিলেন টুইংকেল খান্না, সেই মুহূর্তে এই কাজ করেছিলেন অক্ষয় কুমার

তারকাদের জীবন কাহিনী নিয়ে সর্বদাই সাধারণ মানুষের আগ্রহ থাকে অপরিসীম! টিভির পর্দায় তারকাদের দেখা ছাড়াও, তাদের ব্যক্তিগত জীবনে কি ঘটছে সে সম্পর্কে সর্বদাই ওয়াকিবহুল থাকে অনুরাগীরা। নানান সময়ে বলিউডের অনেক তারকাদের নানান কাহিনী উঠে আসে সোশ্যাল মিডিয়ার পাতায় যেগুলি অবাক করে তোলে সাইবারবাসীদের। ‘অক্ষয় কুমার’ (Akshay Kumar) এবং ‘প্রিয়াঙ্কা চোপড়া’র (Priyanka Chopra) এমনই এক মুহূর্ত সামনে এলো।
৯০ দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত অক্ষয় কুমারের অ্যাকশন ফিল্ম নিয়ে দর্শকদের কিছুই বলার নেই। তাকে খিলাড়ি বলে আখ্যা দেওয়া হয়। টুইংকেল খান্নাকে (Twinkle khanna) বিয়ে করার পর সুখে সংসার করছেন তারা দুজনে। তবে জানা গিয়েছে তার ও অক্ষয় কুমারের এক ভয়ংকর অতীতের কথা। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে একসময় এক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন টুইংকেল খান্না।
জানা গেছে বলিউডের জনপ্রিয় সিনেমায় এক্সট্রাজের শুটিংয়ের সময় এক রোমান্টিক দৃশ্যে, প্রিয়াঙ্কা চোপড়ার ওপর মেজাজ হারিয়ে ফেলেছিলেন অক্ষয় কুমার। এমনকি তাদের ওই রোমান্টিক মুহূর্ত নিয়ে টুইংকেল খান্না পর্যন্ত কথা শুনেছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। পরে অবশ্য এই নিয়ে অনেক কথা কাটাকাটি হলেও, শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমে পড়ে গিয়েছিল অক্ষয় কুমার আর এই কাহিনী শুনে টুইংকেল খান্না রীতিমতো সেটে ছুটে এসেছিলেন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে থাপ্পড় মারতে চেয়েছিলেন।
যদিও সেদিন শুটিং ফ্লোরে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া! তাই এই নিয়ে বিশেষ কিছু জল বলা হয়নি। তবে ২০০৫ সালের ওই সিনেমার পর থেকে আর কখনোই এক পর্দায় দেখা যায়নি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কাকে।