অবশেষে পরিণতি পেল ১৪ বছরের প্রেম! বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আলতা ফড়িং খ্যাত ‘অমৃতা’

বাংলা ধারাবাহিকের এক অতি জনপ্রিয় মুখ ‘মিষ্টি সিং’ (Mishti Sing) আলতা ফড়িং ধারাবাহিকে অমৃতার চরিত্রে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। আলতা ফড়িং ছাড়াও এর আগেও বহু ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে এবার শোনা গেল অভিনেত্রী নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আর সেটিও তার অতি পুরনো প্রেমিকের সাথে।
আগামী ১৮ ই মে তার বিয়ে হতে চলেছে, ছোটবেলার বন্ধু রেমো দাসের সাথে। ইতিমধ্যে হবু বরের সাথে ছবি তুলে ধরেছেন মিষ্টি সোশ্যাল মিডিয়ার পাতায়। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছেন নেট দুনিয়ার পাতায়। রেমোর গালে রীতিমতো ভালবাসার চিহ্ন এঁকে সে জানায়, “লজ্জায় লাল”। এমনকি অভিনেত্রী এই কোথাও জানিয়েছেন যে, রেমোর বাদামী চোখ দেখেই সে সর্বপ্রথম প্রেমে পড়েছিল।
এত বছর ধরে তারা চুটিয়ে প্রেম করলেও, কখনই প্রকাশ্যে আনেননি তাদের ভালবাসার সম্পর্কের কথা। তবে এবার খোলামেলা ভাবে শেষ পর্যন্ত জানিয়ে দিলেন সবকিছুই। বিয়ে উপলক্ষে সবকিছুর তোড়জোড় রীতিমতো তুঙ্গে। সব নিয়ম আচার মেনেই বিয়ে করবেন অভিনেত্রী।
View this post on Instagram
Get answers to your biggest Unternehmen in Oberalm questions on Indeed. Disagreeing with the Garnishment. Average Hourly Rate for Burlington Coat Factory Employees Burlington.
একেবারে রাজপুতের আমেজে বিয়ে হতে চলেছে অভিনেত্রী। ১৪ই মেয়ে বিয়ের পরেই ১৮ই মে রাখা হয়েছে রিসেপশনের অনুষ্ঠান। বিয়ের পরেও লম্বা ছুটি নিয়েছেন অভিনেত্রী, যাবেন ইউরোপের পথে মধুচন্দ্রিমা করতে। এছাড়া বিয়ের রকমারি পদ শুনেও চমকিত হয়ে গেছে সকলে। যেখানেই থাকছে ভেটকি, চিংড়ি, মুরগির মাংস, পাঁঠার মাংস সবকিছুই।