×
বিনোদন

বলিউড সুপারহিট গানে রোমান্টিক নাচ টেলিপাড়ার জনপ্রিয় জুটি রুদ্রজিৎ-প্রমিতার, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

Advertisements
Advertisements

টলিপাড়ার জনপ্রিয় জুটি রুদ্রজিৎ এবং প্রমিতা (Rudrajit-pramita)। দুজনই বিভিন্ন ধারাবাহিককে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে তাদের দুজনকে একসাথে অভিনয় করতে দেখা গিয়েছিল। এর পরই তাদের অনস্ক্রিন সম্পর্ক অফস্ক্রিনে রুপান্তরিত হয়।

Advertisements

 

View this post on Instagram

 

Shared post on

২০২১ সালে ১৪ই ফেব্রুয়ারি তাদের সেই ভালবাসা পরিণতি পায়। ‘ভ্যালেন্টাইনস ডে তে পুরুলিয়াতে বিয়ে সাড়েন এই তারকা জুটি। এরপর থেকেই নানান সময়ে তাদের একসাথে দেখা গেছে। এমনকি তাদের বিভিন্ন কর্মকাণ্ড ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। তারকাদের অন্দরমহলের নানান খবর জানতে সাইবারবাসীরাও মুখিয়ে থাকে। বলা বাহুল্য তারা সোশ্যাল মিডিয়ার পাতায় খুবই অ্যাক্টিভ। এবার তাদের এক নজরকাড়া পারফরমেন্সের দ্বারা আবারও ভাইরাল (viral) হয়ে উঠলেন।

 

View this post on Instagram

 

Shared post on

সম্প্রতি অলকা ইয়াইয়াগনিক অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া ‘Main koyi aisa Geeta gaoon’ গানটিতে প্রমিতা ও রুন্দ্রজিৎকে একই রকম পোশাক পরে নাচতে দেখা গেছে। প্রমিতার পরনে ছিল সাদা ও কমলা কম্বিনেশনের শাড়ি এবং কমলা ব্লাউজ। অপরদিকে রুদ্রজিৎ পরেছিল ওই একই রকম সাদা ও কমলা কম্বিনেশনের পাঞ্জাবি সঙ্গে সাদা পাজামা। অভিনেত্রী মুখে ছিল হালকা মেকআপ, দেখতেও বেশ মিষ্টি লাগছিল।

 

View this post on Instagram

 

Shared post on

প্রমিতা নিজের ইনস্টাগ্রাম পেজ থেকেই এই ভিডিওটি তুলে ধরেছিল। ক্যাপশন দিয়েছিলেন ‘Main koyi aisa Geeta gaoon’ ও একটি হলুদ রঙের হার্টের ইমোজি। ইতিমধ্যে প্রায় ২০ হাজার ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ভিডিওটি। সাইবারবাসীদের নানান মন্তব্যে ভরে উঠেছে ভিডিওর কমেন্ট বক্স। কেউ লিখেছে, ‘কিউট কাপল’ কেউ লিখেছে, ‘খুব সুন্দর’।

Advertisements