লক্ষ্যে পৌঁছাতে হলে আরো গভীর স্বপ্ন দেখতে হবে: শ্রাবন্তী

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (shrabanti Chattopadhyay)। অভিনয় জগতে তিনি ব্যাপক নাম করলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাঁটাছেড়া হয়ে থাকে। যদিও এই সবে খুব একটা পাত্তা দেন না তিনি! প্রায়শই অনুরাগীদের জন্য নিত্য নতুন স্টাইল স্টেটমেন্ট ধরা দেন। বয়স ৪০-এ পৌঁছালেও এখনো যে কোন যুবতীকেই হার মানায় তার সৌন্দর্য। তাইতো যে কোন সিনেমাতে কমবয়সী রোলে বেশ সুন্দর মানিয়ে যায় তাকে!
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিছুদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’। এই ছবিতেই মুখ্য চরিত্রে ছিলেন অভিনেত্রী এবং তার বিপরীতে অভিনয় করেছে ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায়’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একেবারে ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। রঙিন নয় এবার সাদা কালো পরিবেশে নিজেকে মেলে ধরেছেন পড়ন্ত বিকেলে সমুদ্রের সামনে। গায়ে মেলেছেন একটি পাতলা ওড়না। তার সাথে গায়ে বাতাস মাখছিলেন অভিনেত্রী। তার পরনে ছিল একেবারে ঘরোয়া পোশাক, চুলও ছিল এলোমেলো। ওই ছবির সাথে বাজছিল একটি রোমান্টিক ইংরেজি গান।
View this post on Instagram
এই ছবির সাথে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, “নিজের মধ্যে লুকিয়ে থাকা তারাদের কাছে পৌঁছাতে, উচ্চতায় পৌঁছাতে হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও গভীরভাবে স্বপ্ন দেখো”। স্বাভাবিকভাবেই তার ভেতরের কষ্টকে তিনি ব্যক্ত করেছেন এই ছবির মাধ্যমে। অনুরাগীরা নানান ভালোবাসার মন্তব্যে মুড়ে দিয়েছে তার এই ছবির কমেন্ট বক্স।