ন্যানিকে ছাড়া তৈমুরের চলে না এক মুহুর্তও! করিনা কাপুর পুত্রের ন্যানির বেতন শুনলে চমকে উঠবেন আপনিও

তারকা পুত্র-কন্যাদের নিয়ে সর্বদাই অনুরাগীদের চর্চা থাকে তুঙ্গে। সে তালিকায় সবার প্রথমেই রয়েছে করিনা কাপুরের (Karina kapoor) দুই ছেলে তৈমুর এবং জেহ! তবে তৈমুর কিন্তু এতদিনে রীতিমতো সেলিব্রিটি হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার নানান কর্মকাণ্ড উঠে আসে। তবে শুধু বাবা-মা নয়, তৈমুরকে অধিকাংশ সময় দেখা যায় তার পরিচালিকা সাবিত্রীর সাথে। জানেন কি এই সাবিত্রী ঠিক কত টাকা বেতন নেয়, তৈমুরের দেখভালের জন্য?
জানা গেছে তৈমুরের ন্যানির মাসিক আয় প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়া তিনি যতক্ষণ বেশি কাজ করবেন, তত বেশি টাকা পান। ওভারটাইমের জন্য বেশ মোটা টাকা তাকে দেওয়া হয়। সব মিলিয়ে প্রতিমাসে ১ লক্ষ ৭৫ হাজার টাকা পান তিনি। তৈমুরের সাথে থাকেন বলে তাকে দেওয়া হয় একটি বিলাসবহুলকারী গাড়ি। এর পাশাপাশি বিদেশে ভ্রমনও রয়েছে।
বাবা-মা দুজনেই ব্যস্ত থাকার দরুন তৈমুরের সর্বক্ষণের সাথী সাবিত্রী। সব সময় তৈমুরকে নিজের কাছে রাখেন। সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে তাদের। দুজনেই দুজনকে বেশ ভালোবাসে। তবে এই ন্যানির সাথে কিন্তু মাঝেমধ্যেই খারাপ ব্যবহার করে ফেলে একরত্তি তৈমুর।
বলা বাহুল্য এখনি বাবা-মার মতন নিজের জায়গা তৈরি করে ফেলেছে একরত্তি তৈমুর। ঠিক যেরকম ভাবে দুই ছেলের মা হওয়া সত্ত্বেও করিনা কাপুর খানের জনপ্রিয়তা এতটুকু কমেনি! একইভাবে নিজের রাজ দিয়ে চালিয়ে যাচ্ছেন বি টাউনে।