×
বিনোদন

এবার শাহরুখের নায়িকা বাংলার নুসরাত জাহান! প্রকাশ্যে এলো নয়া লুক

Advertisements
Advertisements

টলিপাড়ার অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan), এবার বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh khan) নায়িকার রূপে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন কিং খান, তবে সেই সময় শীতকালীন অধিবেশনে ছিলেন তৃণমূল সাংসদ নুসরত। তবে এরপরেই একেবারে নয়া লুকে নয়া ঘোষণা করলেন অভিনেত্রী।

Advertisements

শাহরুখ খানের সাথে দেখা না হওয়ার আক্ষেপ সোশ্যাল মিডিয়াতেই মিটিয়ে নিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় ‘ম্যায় হুঁ না’ ছবির সুস্মিতা সেনের লুকে ধরা দিয়েছেন তিনি। পুরোপুরি সুস্মিতা সেনের ‘গোরি গোরি’ গানে লাল পরীর রূপে ধরা দিয়েছে অভিনেত্রী। তার পরনে ছিল লাল শাড়ি সাথে টিউব টপ এবং মেকআপের লাল আভা এবং খোলা চুল একদম পুরো শাহরুখ খানের নায়িকার রূপে নিজেকে রাঙিয়ে তুলেছিলেন তিনি। এর সাথে ক্যাপশন জুড়ে ছিলেন, “লাল শাড়ি এসআরকের গান আর স্বপ্নপূরণের সময়”। তবে কি এবার শাহরুখ খানের সাথে এই জুটি বাঁধতে চলেছেন তিনি!ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী।

গত রবিবার অভিনেত্রীর এইরূপ পোস্টে চমকৃত হয়েছেন তার অনুরাগীরা। কিছুদিন আগেই বঙ্গ থেকে ঘুরে গেছেন শাহরুখ খান আর তারপরেই বঙ্গতনয়া নুসরাতে এরূপ পোস্ট রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে। নুসরত শাহরুখ খানের সাথে কোন কাজ করতে চলেছেন কিনা, এই ইঙ্গিত স্পষ্ট নয়।

 

View this post on Instagram

 

Shared post on

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানকে নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ খানের ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানটিতে নেটিজেনদের কটাক্ষের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তিনি এবং কড়া বার্তা দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে।

Advertisements