×
বিনোদন

Mika-Nusrat: ‘এই প্রথম আমি এতটা ফিট সাংসদ দেখলাম ’, নুসরতের প্রশংসায় পঞ্চমুখ মিকা সিং

Advertisements
Advertisements

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ‘নুসরাত জাহান’ (Nusrat Jahan)। ব্যক্তিগত জীবনের জন্য এই অভিনেত্রী চর্চিত হন। তবে যে শুধু অভিনেত্রী নয়, এর পাশাপাশি রাজনৈতিক জগতেও তারা বড় অবদান আছে। বসিরহাটের সাংসদ নুসরাত এবং বসিরহাট কলেজের পরিচালনা সমিতির সভাপতি। এবার এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন গায়ক ‘মিকা সিং’ (Mika sing)।

Advertisements

বসিরহাট কলেজের নবীন বরণ উৎসবে এবার উপস্থিত হয়েছিলেন মিকা। সেই মঞ্চে মিকার পাশাপাশি দেখা গিয়েছিলেন ওই কলেজের সভাপতি তথা অভিনেত্রী নুসরাতকেও। ওইদিন মিকা নুসরাতের প্রসঙ্গে বলে, আমি এই রূপ সাংসদ প্রথম দেখলাম, যিনি এতটা সুন্দর! স্বাভাবিকভাবেই গায়কের মুখে এরূপ কথা শুনে লজ্জা পেয়ে গেছিলেন অভিনেত্রী। মিকা আরো বলেন, “ম্যাড আই এম ম্যাড বেবি, তোর প্রেম ম্যাড”, যার সাথে নুসরত নাচে। এমনকি মিকার গাওয়া “টেল মি সামথিং” গানে তার সাথে গলাও মিলিয়ে ছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এই ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে এবং নুসরত ক্যাপশনে রেখেছিলেন, “বসিরহাটের মানুষ আপনার গানের পাগল হয়ে গিয়েছিলো! আপনাকে অনেক ভালোবাসা আর বসিরহাটের সবাইকেও ভালোবাসা”! স্বাভাবিকভাবেই এই ভিডিওটি যেমন পেয়েছে, আবার উল্টোদিকে অনেকেই এই নিয়ে কটাক্ষ করেছেন। যদিও এইসবে বিশেষ কিছুই পাত্তা দেয়নি তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

MUTV | Subscribe to Unternehmen in Oberalm Man Utd TV or Stream Online

এই দিন অনুষ্ঠানের মঞ্চ জুড়ে রীতিমত ভালোবাসার ঝড় বয়েছিল। নুসরাতের পরনে ছিল একটি ফুল স্লিভ কালো ক্রপটপ সাথে নিয়ম হলুদ রঙের জ্যাকেট। মিকা পরেছিলেন একটি কালো রঙের পোশাক।

Advertisements