কোন লজ্জা নেই! এভাবেই সকলের সামনে হাজির হলেন শ্রাবন্তী

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই চর্চা হয়ে থাকে। তবে এবার ব্যক্তিগত কিছু কারণের জন্যই তিনি বেশ লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে তিনি যে মামলা করেছিলেন, সেটি আদালত স্থগিত রাখে। অপর দিকে রোশন যে মামলা করে, সেটি চালিয়ে যাওয়ার আদেশ দেয় আদালতের।
এরই মাঝে সম্প্রতি তার বেশ কয়েকটি ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে তাকে দেখা গেছে, একটি কালো অ্যাসিমেট্রিক গাউনে। যার ওপরের অংশ ছিল লেদারের। এছাড়া গ্রাউনটি ছিলো ডিপ নেকের, যার ফরমলে তার বক্ষদেশ ছিল উন্মুক্ত। তার গোটা পোশাক জুড়ে ছিল সোনালী সিকুয়েন্সের কাজ করা। এর সাথে পায়ে কালো রঙের বুটস করেছিলে অভিনেত্রী। মুখে ছিল হালকা মেকআপ। তার গলায় ছিল সোনালী রঙের লেয়ার্ড নেক পিস।
ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশন দিয়েছিলেন, কালো রঙের প্রেমে পড়েছেন। প্রত্যেকেই তার এই ছবিতেই প্রচুর পরিমাণে প্রশংসা জানায়। অভিনেত্রী ‘পূজা ব্যানার্জি’ আগুনের ইমোজি দেয়। এছাড়া অভিনেত্রী ‘প্রিয়াঙ্কা মন্ডল’ তাকে ‘হট’ বলে। যদিও অনেকেই তাকে কটাক্ষ করতে ছাড়েনি।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
ভবিষ্যতে টলিউডের বিগ বাজেটের ছবি ‘দেবী চৌধুরানী’তে দেখা যাবে শ্রাবন্তীকে। এই ছবিতেও কাবেরীর অন্তর্ধানের মতন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবে তার পার্শ্ব চরিত্রে।