সুদূর আমেরিকায় এই দিন পালন করা হয় ‘শ্রেয়া ঘোষাল ডে’, কারণ জানলে গর্বিত হবেন

ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghoshal)। তার কন্ঠের যাদুতে সকলেই মেতে ওঠে অনর্গল। তবে এই গায়িকা খুবই সাদামাটা পরিবারের মেয়ে। মুর্শিদাবাদের বহরমপুরে তার জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। বর্তমানে সারা পৃথিবী ঘুরে কনসার্ট করে বেড়ান তিনি। বিদেশের গণ্ডিতেও তার জনপ্রিয়তা রয়েছে একই রকম।
১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। ছোট থেকেই রিয়েলিটি শোতে তাকে বারংবার প্রতিযোগী হিসেবে দেখা গেছে। ছোট থেকেই তার গান সকলকে মুগ্ধ করে তুলতো। এরপর সঞ্জয়লীলা বনশালীর ছবিতে প্রথমবারের জন্য গান করেন তিনি।
সেখান থেকেই তার পথ চলা শুরু। এরপর একের পর এক দুর্দান্ত গানের মাধ্যমে বর্তমানে তিনি সেরার সেরা হয়ে উঠেছেন। একাধিক ভাষায় গান গাইতে পারেন গায়িকা। বিদেশে তার নামে একটি বিশেষ দিন পালিত হয়, যা শুনলেই গর্ববোধ করবেই ভারতীয়রা। ২৬ শে জুন দিনটি ‘শ্রেয়া ঘোষাল ডে’ হিসেবে পালিত করা হয় আমেরিকায়। ২০১০ সালে ঐদিন ওহিয়ো গিয়েছিলেন তিনি এবং সেখানকার গভর্নর টেড স্ট্রিকল্যান্ড সেই দিনটিকে তার দিন বলে ঘোষণা করে।
View this post on Instagram
Insurance coverage provided by UnitedHealthcare Insurance dítě hvězdy or its affiliates Payer Initiated Reductions. PR. Patient Responsibility. Reason. Code.
এই গায়িকার বলিউডে আসার কাহিনীটা বেশ অন্যরকম। সঞ্জয়লীলা তার মায়ের কথা অনুসারে, শ্রেয়া ঘোষালকে দেবদাস ছবিতে গান গাইতে দিয়েছিলেন। সঞ্জয়লীলা বানশালীর মা সারেগামাপা দেখতেন এবং শ্রেয়ার গান শুনে তিনি বলেছিলেন, শ্রেয়ার গলার সাথে লতা মঙ্গেশকরের গলা হুবহু মিলে যায়। তাই সঞ্জয় লীলা বানশালি তাকে সুযোগ দিয়েছিল।