×
বিনোদন

‘মুখের ওপর দরজা বন্ধ করে দিত’, ‘কড়িখেলা’ খ্যাত ঋতুরাই-এর জীবন সংগ্রামের কাহিনী যেন সিনেমার গল্প

Advertisements
Advertisements

বাংলা ধারাবাহিকের এক অতি পরিচিত মুখ ‘ঋতু রায় আচার্য’ (Riturai Acharya)। তার টানা টানা চোখের চাউনি, স্টাইলিশ চালচলন সবকিছুতেই চোখ আটকে যায় দর্শকদের। বর্তমানে অভিনয় জগতের চরম শিখরে রয়েছেন তিনি। তবে এই পদ পেতে বেশ কষ্ট করতে হয়েছিল তাকে। এই সাফল্য সহজে আসেনি মেদিনীপুর থেকে আসা মধ্যবিত্ত ঘরের মেয়েটির।

Advertisements

ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল ডাক্তার হবে, বাবা-মা ও ছোট থেকে তাই চেয়েছিলেন। এর পরেই তার স্বপ্নে আসে বদল। মেদিনীপুর থেকে রোজ রোজ স্টুডিও পাড়ায় মাকে নিয়ে আসতেন ঋতুরাই। মুখের উপর দরজা বন্ধ করে দিত ডিরেক্টর, পরিচালকরা। এরপরই চরম অবহেলার পথ পেরিয়েবড় অভিনয় জীবনে পদার্পণ করেন তিনি। বড় পর্দাতেও তার পরিচিতি আসে ২০১৪ সালে।

বর্তমানে বাংলা ধারাবাহিকের এক অন্যতম চর্চিত মুখ তিনি। কিছুদিন আগেই ‘কড়িখেলা’ সিরিয়ালের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী নামক সিরিয়ালে। একটি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন তিনি। তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।

এর পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলও চালান তিনি। রোজকার জীবনের আপডেট দিতে থাকেন নিজের চ্যানেলের ভ্লগের মাধ্যমে। ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। সংসারে সামলাচ্ছেন সমান তালে।

Advertisements