শর্মিলা ঠাকুরের কোলে থাকা ছোট্ট শিশুটি বর্তমানে বলিউডের জনপ্রিয় নায়ক, চিনতে পারছেন?

বাংলা চলচ্চিত্র জগতের শুরুর দিকে সে যুগের ঘরানা ছেড়ে বেরিয়ে এসেছিলেন একজন নারী। বলা হয়, তাঁর সাহস ছিল আকাশ ছোঁয়া। তিনি আর কেউ নন, তিনি এই বাংলার ঠাকুর বাড়ির সন্তান ‘শর্মিলা ঠাকুর’ (Sharmila Tagore)। সকলেই চেনেন তাঁকে। ‘সত্যজিৎ রায়’র (Satyajit Ray) হাত ধরে প্রথম বড়ো পর্দায় আত্মপ্রকাশ। জানা যায়, বাংলায় প্রথম ব্লাউসের প্রচোলন করেছিলেন ঠাকুর বাড়ির মেয়ে বউরাই। সেই ঝলক অবশ্য বর্ষীয়ান অভিনেত্রীর পোশাকে বেশ স্পষ্ট বোঝা যায়।
শুধু কি পোশাক, তা কিন্তু নয়। সেকালের নিয়মের বেড়াজালে থেকে বেরিয়ে মুসলিম সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। আর সেই মানুষটি হলেন ‘মনসুর আলী খান পতৌদি’ (Mansur Ali Khan Pataudi)। ভারতীয় ক্রিকেট মহলের অন্যতম নক্ষত্র। বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও অসংখ্য অভিনয় করেছেন তিনি। আর শর্মিলা সৌমিত্র জুটি নিয়ে তো কোনো কথায় হবে না।
তবে একটা সময়ের পরে সিনেমার জগৎ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। সে বিষয়ে অবশ্য অভিনেত্রী নিজেই বলেছেন, শুধুমাত্র সন্তানদের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লাল শাড়ি পরে চেয়ারে বসে রয়েছেন অভিনেত্রী আর তাঁর পাশে সাইফ আলী খান এবং দুই মেয়ে।
ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়াই ভাইরাল হয়ে গিয়েছে। সে যুগে তারকাদের সন্তান হওয়া সত্বেও এতো উন্মাদনা ছিল না। তাই তাঁদের জীবন ছিল খুবই স্বাভাবিক, আর পাঁচটা বাড়ির বাচ্চাদের মতো। ঠিক সেই কারণেই নিজের ভালোবাসা থেকে সন্তানদের বঞ্চিত করতে চাননি অভিনেত্রী।