চতুর্থ প্রেমও অতীত! এবার এই হ্যান্ডসাম যুবকের সাথে পঞ্চম সম্পর্কে জড়ালেন টলি কুইন শ্রাবন্তী

টলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। তার বৈবাহিক জীবন থেকে শুরু করে প্রেমের জীবন, সবকিছু নিয়েই নিদর্শক মহলে থাকে টানটান উত্তেজনা। প্রত্যেকের উৎসুক হয়ে থাকে হয়তো আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি কারণ তিনবার তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে তার নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠছিল। বর্তমানে আবারও তার পঞ্চম প্রেমিকের কথা সামনে উঠে এলো।
এখনো পর্যন্ত শ্রাবন্তীর তৃতীয় বিয়েটি পুরোপুরিভাবে ভাঙেনি! বিভিন্ন জটিলতার কারণে এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন রয়েছে তাদের ডিভোর্স মামলা। এরই মধ্যে অভিরূপ নাগ চৌধুরীর সাথে তার চতুর্থ প্রেমের গল্প শোনা গিয়েছিল। যদিও তারা দুজনেই দুজনকে বন্ধু বলেই আখ্যা দিয়েছিল। এরপরে তাদের সম্পর্কেরও বিচ্ছেদ ঘটেছে, শুধুমাত্র কাজের জন্য একে অপরের সাথে সম্পর্ক রেখেছেন।
এবার শোনা গেল পঞ্চমবারের জন্য প্রেমে পড়েছেন অভিনেত্রী আর এটি হলো তার জিমের ট্রেনার। মাঝেমধ্যেই তার জিমেরই ট্রেনারের সাথে শ্রাবন্তীকে ক্যামেরাবন্দি অবস্থায় দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতেও তাদের নানান ফটো, ভিডিও অতি সহজেই ভাইরাল হচ্ছে।
View this post on Instagram
যদিও এই বিষয়ে মন্তব্য করেননি অভিনেত্রী। এমন কি অভিরুপের সাথে তার সম্পর্ককেও শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক বলেই আখ্যা দিয়েছেন তিনি। অবশ্য তার তৃতীয় বিয়ে ভাঙার পর সকলেই উৎসুক হয়ে আছে, কবে চতুর্থ বারের জন্য বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।