শাহরুখ খানের দেহরক্ষী রবির বার্ষিক বেতন শুনে লজ্জা পাবে যেকোনো বড় কোম্পানির সিইও

তারকা মানেই তার দরকার বাড়তি সুরক্ষার আর সেই জন্যই বর্তমানে ‘দেহরক্ষী’ বা ‘বডিগার্ড’ কথাটির প্রচলন আরো বহুগুনে বেড়ে গেছে। শুধু অভিনেতা-অভিনেত্রী নয়; নেতা, মন্ত্রী থেকে শুরু করে খেলোয়াড়দের পর্যন্ত বিশেষ সুরক্ষার ক্ষেত্রে দরকার হয় একেবারে পার্সোনাল বডিগার্ড। সেক্ষেত্রে তাদের বেতনও হয় বেশ চমকপ্রদ। দেহরক্ষীর কাজও মোটেই সহজ নয়, সেই কারণে সুরক্ষার জন্য তাদের দক্ষতা দিয়ে নিজের কাজটি সামলাতে হয়।
সেরকমই বলিউড বাদশা শাহরুখ খানের (Shahrukh khan) রয়েছে এক বিশেষ দেহরক্ষী। ব্যক্তিগত জীবন ছাড়া সব সময় সব কাজের জন্যই শাহরুখ খান নির্ভর করেন, তার দেহরক্ষীর উপর। এমনকি নিজের ছেলেমেয়েদের সুরক্ষার ক্ষেত্রেও, রবির উপর সব সময় ভরসা করেন শাহরুখ খান। দেশ-বিদেশে বিভিন্ন তাবড়-তাবড় তারকাদের দেহ রক্ষার কাজ করতো একসময় রবি। তাই তার ওপর বিশেষভাবে ভরসা করে শাহরুখ খান নিজেও।
তবে এই দেহরক্ষীর বেতন শুনলেই চমকে উঠবে যেকোনো বড় বড় অফিসাররা পর্যন্ত! যদিও বাদশার বার্ষিক আয়ের কাছে এই টাকা খুবই নগণ্য, তাও রবির বেতন শুনে অনুরাগী মহল রীতিমতো চমকিত হয়ে উঠেছে। জানা গেছে, রবির বার্ষিক বেতনের অংক ২.৫ কোটি টাকা। বলিউড বাদশার দেহরক্ষীর এরূপ মাইনে হওয়াটা খুব একটা অবশ্য অবাকের নয়।
View this post on Instagram
বর্তমানে অবশ্য বেশ বিতর্কে জড়িয়েছেন কিং খান! তারা সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘পাঠান’ নিয়েও রাজনৈতিক তর্জা পর্যন্ত শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের তাড়নায় ছবির বেশ কিছু দৃশ্য কেটে ছেঁটে বাদ দিতে হয়েছে। যদিও বর্তমানে প্রেক্ষগৃহে বেশ ভালোভাবেই চলছে পাঠান।