×
বিনোদন

ডিপনেক কালো গাউনে বোল্ড ঊষসী, অভিনেত্রীর গ্ল্যামারের উত্তাপে শীতের মরশুমেও উষ্ণতার পরশ নেটদুনিয়ায়

Advertisements
Advertisements

টলিপাড়ার (tollywood)এক জনপ্রিয় অভিনেত্রী ‘উষসী রায়’ (Ushashi Ray)। স্টার জলসার ‘মিলন তিথি’ সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর এই জি বাংলার (zee bangla) ‘বকুল কথা’ সিরিয়ালে দ্বারা অধিক জনপ্রিয়তা পায় উষসী। ‘রুদ্রবীণার অভিশাপ’, ‘টুরু লাভ’, ‘ব্যোমকেশ চোরাবালি’ এরকম একাধিক ওটিটি সিরিজেও দেখা মিলেছে তার। তবে প্রথম দিকে তাকে ঘরোয়া সাজে দেখা গেলেও, বর্তমানে সেই হয়ে উঠেছে আধুনিক! প্রায়শই সোশ্যাল মিডিয়ায় নিজের হট লুকের ছবি পোস্ট করে অভিনেত্রী।

Advertisements

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবির মাধ্যমে, সোশ্যাল মিডিয়াময় উষ্ণতা ছড়িয়েছেন। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের একটি গর্জাস গাউনে। এই গাউনটি ছিল থাইস্লিট এবং ডিপনেক; যার ফলে উষসীর উরু তেমন দেখা যাচ্ছিল, সে রকম ভাবেই দেখা মিলছিল উন্মুক্ত ক্লিভেজের। এর সাথে অভিনেত্রী স্মার্ট কানের দুলও পড়েছিল, তবে গলা এবং হাতে কিছু পড়েননি। চুলটি বাহে করে হালকা বেঁধে রেখেছিলেন তিনি আর পায়ে পড়েছিলেন হাই হিল। স্বাভাবিকভাবেই এরকম বোল্ড লুকে ওয়েস্টার্ন পোশাকে সকলকে ঘায়েল করেছে সে।

 

View this post on Instagram

 

Shared post on

ছবিগুলি ইনস্টাগ্রামে দেওয়া মাত্রই হাজারো মন্তব্যের ঝড় এসে জমা হয়েছে। একাধিক ফায়ার ইমোজিতে ভরে গেছে তার কমেন্ট বক্স। কেউ লিখেছে, “কালো পোশাকে আপনাকে আরো সুন্দর লাগছে”। আবার কেউবা লিখেছে, “শীতের শুরুতে আগুনের ছোঁয়া পেয়েছে”। একজন আবার হানি সিং এর ব্লু আইজ গানটির লাইনটি তুলে ধরেছে।

Advertisements