Srabanti Chatterjee: চরম হট লুকে আবারও চর্চায় টলি সুন্দরী শ্রাবন্তী!

টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Shrabanti Chattopadhyay)। কেরিয়ার ছাড়াও তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই কাটাছেঁড়া হয়ে থাকে দর্শক মহলে। তিনবার বিবাহ এবং তিনবারই বিচ্ছেদ, নানান সমালোচনা হয় তাকে নিয়ে। যদিও এই সবে বিশেষ পাত্তা দেন না অভিনেত্রী! নিজের মতন করেই জীবন যাপন করেন।
সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘কাবেরীর অন্তর্ধান’ ছবিতে মুখ্য চরিত্র দেখা দিয়েছিল শ্রাবন্তীকে। ইতিমধ্যেই এই ছবিটির ব্যাপক সাফল্য ফেলেছে বক্স অফিসে। শ্রাবন্তীর সাথে এই ছবিতে ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর পাশাপাশি চলতি বছরে মুক্তি পেতে চলেছে শ্রাবন্তী ও ‘ক্রুশল আহুজা’ অভিনীত ‘ডিয়ার ডি’। ‘হাঙ্গামা ডট কম’ নামক এক সিনেমার শুটিংও ইতিমধ্যেই শুরু করেছেন অভিনেত্রী।
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ। প্রায়শই নানান লুকেয তিনি ধরা দেন অনুরাগী মহলে। সম্প্রতি তাকে দেখা গেছে, একটি নীল রঙের স্লিভলেস গাউনে। গাউনটি ডিপ নেক হওয়ার কারণে তার বুকের অনেক অংশ ছিল খোলা। তার গাউনের উপরে ছিল সিকুয়েন্সের কাজ এবং কোমরে ছিল সিকুয়েন্সের ফ্লোরাল এমব্রয়ডারি। তার গাউনে দুটি লেয়ার ছিল। একটিতে ছিল অ্যাসিমেট্রিক ডিজাইন আর অপরটি সোজা গাউন। কোমরের অংশটি ট্রান্সপারেন্ট হওয়ার জন্য শ্রাবন্তীর কোমর ছিল উন্মুক্ত। এর সাথে অভিনেত্রী হালকা মেকআপ করেছিলেন এবং চুল ছিল হাইলাইটেড। কানে ছিল লিফ ডিজাইনের স্টোন স্টাডেড ইয়ারিং।
View this post on Instagram
তার এই ছবিতে প্রশংসামূলক মন্তব্যে ভরিয়ে তুলেছে অনুরাগীমহল। এর পাশাপাশি প্রযোজক ‘এনা সাহা’ তাকে ‘কিলার’ বলে। প্রত্যেকেই তার এই বোল্ড লুক দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে।