×
বিনোদন

দুধ সাদা বিছানায় মায়াবী রূপে সুন্দরী ঝুমা বৌদি, ঘাম ছুটলো পুরুষ ভক্তকুলের

Advertisements
Advertisements

টলিপাড়ার এক জনপ্রিয় মুখ ‘মোনালিসা’। তবে শুধু টলিউড নয় ভোজপুরী সিনেমার নায়িকা তিনি। তার আগুন ভরা যৌবন এবং লাস্যময়ী রূপে সকলেই প্রায় পাগল। বাংলাতে নিজের পরিচয় গড়ে তুলেছেন তিনি। যদিও এখন ভোজপুরি সিনেমা জগতেই অধিক নাম গড়তে ব্যস্ত রয়েছেন এই নায়িকা।

Advertisements

একসময় হোটেলের রিসেপশনিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন মোনালিসা। তখন তার নাম ছিল অন্তরা বিশ্বাস। এরপর ভোজপুরি সিনেমা জগতে পা রাখেন আর সেখান থেকে হয়ে ওঠেন জনপ্রিয়। কিছু বছর আগে বাংলা ওটিটে প্ল্যাটফর্ম হইচইতে ‘দুপুর ঠাকুর’ ওয়েব সিরিজে অভিনয় করে, বিশেষ নজর কেড়েছিল সকলের প্রিয় ‘ঝুমা বৌদি’।

এখন তাকে অভিনয় জগতে খুব একটা দেখা না গেলেও, সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ অ্যাকী অভিনেত্রী। প্রায়শই নিত্যনতুন লুকে ধরা দেন অনুরাগী মহলে। সম্প্রতি তাকে দেখা গেছে শীতের শেষে একেবারে লাস্যময়ী অবতারে। তার পরনে ছিলো কমলা ও আকাশী রঙের প্রিন্টেড অন্তর্বাস সাথে কমলা স্কার্ট। তার বক্ষদেশ ছিল সম্পূর্ণ উন্মুক্ত। খোলামেলা সাজে সকলকে আকৃষ্ট করেছিলেন তিনি। এই পোশাকের সাথে তার চুল ছিল খোলা, মুখে নিউড মেকআপ ও কমলা লিপস্টিক। দুধ সাদা বিছানায় বসে, এই পোশাকে নানান ছবি তুলে ধরেছিলেন তিনি।

 

View this post on Instagram

 

Shared post on

এর সাথে ক্যাপশন জুড়ে ছিলেন, “ছায়া রৌদ্রের অস্তিত্ব প্রমাণ করে”। স্বাভাবিকভাবেই তার এই ছবি ঘিরে এসেছেন নানান মন্তব্য। কেউ লিখেছে, “আমার স্বপ্নের পরী তুমি”। তো কেউ লিখেছে, “মনে হচ্ছে সূর্য তোমাকে চুম্বন করছে”। আবার কেউ লিখেছে, “তোমাকে দেখে কেমন একটা লাগছে”!

Advertisements