×
বিনোদন

সালমান খানের বডিগার্ড শেরার বার্ষিক বেতন শুনলে লজ্জা পাবে যেকোনো বড় কোম্পানির সিইও

Advertisements
Advertisements

যেকোনো তারকা মানে তার বডিগার্ড থাকবেই থাকবে। নিজেদের বাড়তি সুরক্ষার জন্য সকলেই দেহরক্ষী রেখে থাকে আর তা না হলে বাইরে বেরোলেই ফ্যান-ফলোয়ার্সদের ভিড় তাদেরকে ছেঁকে ধরে। তবে এই সেলিব্রিটিদের দেহরক্ষীর বেতন শুনলে মাথায় হাত পড়বে সাধারণ মানুষের। ব্যবসায়িক থেকে শুরু করে সরকারি চাকরিওয়ালা যেকোনো অর্থবান ব্যক্তিকে হার মানাবে তারকাদের দেহরক্ষীর বার্ষিক বেতনের পরিমাণ। আজ এই প্রতিবেদনে দেখে নেব বলিউডের কিছু তাবড়তাবড় অভিনেতাদের বার্ষিক বেতন।

Advertisements

এই তালিকায় প্রথমেই তার নাম রয়েছে তিনি হলেন বলিউড বাদশা ‘শাহরুখ খান’ (Shahrukh khan)। স্বাভাবিকভাবেই তিনি বাইরে বেরোলেই তাকে ছেঁকে ধরে অনুরাগীমহল। তাই তাকে সুরক্ষা প্রদান করতে সব সময়ের জন্য তৈরি থাকেন ‘রবি সিংহ’, যার বার্ষিক বেতন ২.৭ কোটি টাকা।

অমিতাভ বচ্চনকে (Amitabh Bacchan) সবসময় সুরক্ষা দিয়ে থাকেন জিতেন্দ্র। তার নিজের দেহরক্ষীর সংস্থা থাকলেও, অমিতাভ বচ্চনকে সবসময় আগলে রাখেন তিনি। বছরে ১.৫ কোটি টাকার বিনিময়ে।

বহুদিন ধরেই আমির খানের (Amir khan) দেহ রক্ষার কাজ করে যুবরাজ, তার বার্ষিক বেতন ২ কোটি টাকা।

সালমান খানের (salman khan) দেহরক্ষী শেরাকে অনেকেই চেনে ইতিমধ্যে। তাদের একসাথে দেখলে দুই ভাইও মনে হয়। ‘বডিগার্ড’ সিনেমাতে সালমান খানের সাথে তিনিও অভিনয় করেছিলেন। জানা গেছে তাকে বার্ষিক বেতন দেওয়া হয় ২ কোটি টাকা।

Advertisements