শুটিংয়ের ফাঁকে সোফায় বসে একি করলেন অভিনেত্রী! ঋতুপর্ণার কর্মকাণ্ডে হতভম্ব দর্শক মহল

টলিপাড়ার এক অতি জনপ্রিয় অভিনেত্রী ‘ঋতুপর্ণা সেনগুপ্ত’ (Rituparna Sengupta )। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়কাল পর্যন্ত তার অভিনয় দক্ষতা দর্শকদের নজর কেড়েছে। একসময় টলিউড ইন্ডাস্ট্রির হার্টথ্রব ছিলেন। তবে এক সময় বললে ভুল হবে, এখনো বর্তমান প্রজন্মের কাছেও একইভাবে জনপ্রিয় তিনি। তার বয়স পঞ্চাশের ঘরে পৌঁছালেও, একই রকম ভাবে সুন্দরী রয়ে গেছেন।
শেষবারের মতন প্রাক্তন ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে অবশ্য অভিনয় জগত থেকে বেশ কিছুটা দূরেই রয়েছেন তিনি। ব্যবসা-বাণিজ্যের কাজে মন দিয়েছেন। তবে সাম্প্রতি ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিতে তার অভিনয়ে আবারো সকলের মন জয় করে নিয়েছে।
সোশ্যাল মিডিয়া পাতাতে প্রায়শই নিত্যনতুন অবতারে হাজির হন তিনি। কখনো ওয়েস্টার্ন পোশাক কখনো বা ট্র্যাডিশনাল পোশাকে নজরকাড়েন সকলের। আর এবার তাকে দেখা গেল একেবারেই ভিন্ন সাজে।
View this post on Instagram
Considering E Arthur Brown rhealin könyvei, Inc? See all 26 reviews, insights and star ratings from But I failed to insert the coupon code to get the discount.
তার পরনে ছিল চকোলেট রং-এর শিফনের শাড়ি সাথে ডিজাইন করা ব্রালেট। এর সাথে কোমরে পড়েছিলেন অক্সিডাইসের কোমর বন্ধনী, হাতে আংটি, কানে দুল এবং মুখেই মানানসই মেকআপ। ছবির সাথে কখনো সোফায় বসে কখনো বা গা এলিয়ে নানান পোজে ছবি তুলেছিলেন অভিনেত্রী। ক্যাপশন দিয়েছিলেন ‘শুটিংয়ের ফাঁকে’! স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে তার ছবিগুলি।