×
বিনোদন

জোর করে স্ত্রীর গর্ভপাত করানোর অভিযোগ উঠলো মিঠাই সিরিয়াল খ্যাত অভিনেতার বিরুদ্ধে

Advertisements
Advertisements

বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি সবথেকে হিট ধারাবাহিক বলতে ‘মিঠাই’। কিছুদিন আগেই টিআরপি তলানিতে খাইয়ে ঠেকলেও, এখন আবারো নতুন করে জনপ্রিয়তা কুড়াচ্ছে এই সিরিয়াল। তবে এবার এই সিরিয়ালের এক অভিনেতার বিরুদ্ধে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে স্ত্রীকে জোর করে এই গর্ভপাত করাতে গিয়েছিলেন এই অভিনেতা।

Advertisements

মিঠাই ধারাবাহিকের হিন্দি পর্ব শুরু হয়েছে ইতিমধ্যেই। যেখানে মুখ্য চরিত্রে আছে ‘আশিষ ভরদ্বাজ’ (Ashish Bharadwaj) এবং তার স্ত্রীর চরিত্রে রয়েছে কাজল চোংকার। কাজল জানায়, ৬ মাস আগে আশিষের সাথে গোপনে গিয়ে মন্দিরে বিয়ে করেন তিনি। তবে বর্তমানে আশিষ তাকে স্ত্রী বলে স্বীকার করতে চাইছে না! এমন কি কাজলকে শারীরিক ও মানসিক অত্যাচার করেন তিনি। সে মা হতে চাইলে গর্ভপাত করাতে বাধ্য করেছেন অভিনেতা।

তবে কাজলের সম্পর্কেও তার অভিযোগ কিছু কম নয়। তিনি বলেছেন, কাজল এসব ভিত্তিহীনভাবে দাবি করছে। এছাড়া কাজল নাকি তাকে খোলামেলা ভাবে কোথাও মিশতে পর্যন্ত দিত না কিন্তু কাজল বলছে, অন্তঃসত্তা হওয়ার পরই তাকে জোর করে গর্ভপাত করায় আশিষ। অপরদিকে আশিষ সে কথা একেবারেই মানতে নারাজ। তিনি বলেন, অভিনেত্রী এসব নিজে নিজেই করেছেন। তবে অ্যাবরশনের কাগজে আশিষের স্বাক্ষর রয়েছে তা প্রমাণিত।

 

View this post on Instagram

 

Shared post on

The coffee csuhaj ildikó életrajz announced it will be selling a “brewed refill tumbler” the owner free coffee or tea refills through the month of January.

আশিষের মতো কাজল তার কেরিয়ার নষ্ট করে দিতে চায়। অপরদিকে কাজল বলে, যদি আশিষ তার ফোন না ধরে, তাহলে মিঠাই সেটে যাবেন না তিনি। এমনকি কাজল আশিষকে মারে বলেও জানা গিয়েছে।

Advertisements